X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেলো তিন ব্যাংকের অনুমোদন, স্থগিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডসভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৯:১২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:১৪




বাংলাদেশ ব্যাংক বোর্ডের সব সদস্য উপস্থিত না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবারের (৮ জানুয়ারি) বোর্ডসভা স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত এ বোর্ডসভার জন্য ১৪টি এজেন্ডা নির্ধারণ করা ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো নতুন ব্যাংকের অনুমোদন এবং ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা।
বাংলাদেশ ব্যাক সূত্র জানায়, বোর্ডের দুইজন সদস্য উপস্থিত না থাকায় বোর্ডসভা স্থগিত করা হয়। এর ফলে নতুন ব্যাংকের অনুমোদনও পিছিয়ে গেলো। অর্থাৎ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী বোর্ডসভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একইভাবে পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংকের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী বোর্ডসভা পর্যন্ত।
এর আগে গত ১১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। নতুন এই ব্যাংকটির অনুমোদনের ব্যাপারে ওই দিন বোর্ডের সব সদস্যই রাজি হন। তবে ব্যাংকটির লাইসেন্স পেতে আজকের বোর্ড সভার কাছ থেকে ‘লেটার অব ইনটেন্ট’ নেওয়ার কথা ছিল।
ধারণা করা হচ্ছিল, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তিনটি ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সর্বশেষ গত অক্টোবরে চূড়ান্ত অনুমোদন পেয়েছে পুলিশ সদস্যদের মালিকানায় ‘কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ’। তবে এখনও কোনও কার্যক্রম শুরু করেনি এটি।
উল্লেখ্য, বেঙ্গল ব্যাংকের প্রধান উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। দেশে তাদের প্লাস্টিক শিল্পসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের ভাই। দ্য সিটিজেন ব্যাংকের মালিক আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। পিপলস ব্যাংকের উদ্যোক্তা চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা এম এ কাশেম।
আরও পড়ুন…
আরও ৩ ব্যাংক অনুমোদন পেতে পারে আজ

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা