X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন এসির বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্য উদযাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ এপ্রিল ২০১৯, ২২:০০আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:০২

কেট কাটছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম ও পরিচালক এস এম মাহবুবুল আলম স্থানীয় বাজারে এয়ার কন্ডিশনার বিক্রির ক্ষেত্রে এ বছর অভাবনীয় সাফল্য পেয়েছে ওয়ালটন। বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এসি বিক্রি করতে পেরেছে দেশীয় প্রতিষ্ঠানটি। এই অর্জন উপলক্ষ্যে সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘অ্যাচিভমেন্ট সেলিব্রেশন প্রোগ্রাম’ আয়োজন করা হয়। এর অংশ হিসেবে কাটা হয় বিশাল কেক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে এসির বাজার, ওয়ালটনের অবস্থান ও বিক্রয় লক্ষ্য নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর খন্দকার শাহরিয়ার মুরশিদ। তিনি জানান, বাংলাদেশে এসির বার্ষিক চাহিদা ৪ লাখ ইউনিট। দেশের এসি বাজারে ওয়ালটনের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি ৬৫ হাজার ইউনিট এসি বিক্রির লক্ষ্য ঠিক করেছে। ২৫ শতাংশ লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসি বিক্রির সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটন প্লাজা সেলস ডেভেলপমেন্ট, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ও মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের বিক্রয় বিভাগের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম ও পরিচালক এস এম মাহবুবুল আলম। ক্রেতাদের সর্বোচ্চ মানের সেবা প্রদান ও এসির বিক্রয় বৃদ্ধি সম্পর্কে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন তারা।

অ্যাচিভমেন্ট সেলিব্রেশন প্রোগ্রামে পুরস্কার নিচ্ছেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান এমদাদুল হক সরকার পুরস্কৃতদের মধ্যে আছেন প্লাজা সেলস ডেভেলপমেন্ট বিভাগের সেরা এরিয়া ম্যানেজার সালেহ আহমেদ, আরিফ মইনুদ্দিন ও সুমন মিয়া, সেরা পিএসডি হেড আরিফুল ইসলাম, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান, মাসুদ সোহেল ও মওদুদ পারভেজ মামুন, সেরা জোনাল ম্যানেজার মনিরুল হক, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক থেকে সেরা এরিয়া ম্যানেজার রাজিব রহমান, জাহিদ হাসান, নূরুল আমিন ও আসাদুল ইসলাম, সেরা জোনাল ম্যানেজার তয়েবুর রহমান খান ও মীর হোসেইন, এসি সেলস মনিটরিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে সেরা অপূর্ব সরকার, মিনহাজ উদ্দিন রুবেল ও আহমেদ আল নাহিয়ান। 

বিশেষ সম্মাননা পেয়েছেন বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান এমদাদুল হক সরকার, প্লাজা সেলস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ রায়হান ও মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান সাখাওয়াত হোসেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবির, আবুল বাশার হাওলাদার, শোয়েব হোসেন নোবেল, নিজাম উদ্দীন মজুমদার, তানভীর রহমান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ রায়হান, গোলাম মুর্শেদ, উপ-নির্বাহী পরিচালক ফিরোজ আলম, শাহজাদা সেলিম, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

পুরো আয়োজন সঞ্চালনা করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খান। অনুষ্ঠানে ছিলেন ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা