X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রস্তাবিত ‘উদার নীতি’র বাজেটে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৯:১২আপডেট : ২৭ জুন ২০১৯, ১৯:১৯




প্রস্তাবিত ‘উদার নীতি’র বাজেটে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন: বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ব্যবসা বান্ধব বাজেট প্রণয়নে সরকার আন্তরিক। জাতীয় সংসদে আসন্ন ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ী সমাজ স্বাগত জানিয়েছে। সরকারের ‘উদার নীতি’র এ বাজেটে দেশের বিনিয়োগকারীদের উৎসাহিত করা হয়েছে। এ বাজেটে তারা উৎসাহিত হবেন।  বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর এক হোটেলে আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই’র সাবেক প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র প্রেসিডেন্ট রুবানা হক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরীসহ (পারভেজ) বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তুলছেন, এখানে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। দেশি বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার বিশেষ সুবিধা প্রদানের নীতি গ্রহণ করেছে। ব্যবসা পরিচালনা করতে পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট সহনীয় পর্যায়ে রাখতে সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। দেশের ব্যবসা-বানিজ্যের উন্নতি মানেই দেশের উন্নতি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ব্যবসায়ীদের আন্তরিকতা ও দক্ষতার কারণে বিশ্ব বাণিজ্যে আজ আমরা সুনাম অর্জন করেছি। বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে।

বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা