X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষকে সেবাবর্ষ হিসেবে পালন করবে আরইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৯, ১৯:৩৩আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৯:৪০



পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সম্মেলনে বক্তব্য রাখছেন আরইবিরি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে সেবাবর্ষ হিসেবে পালন করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। পাশাপাশি আরও সাতটি কাজের তালিকা তৈরি করেছে তারা। শনিবার (১৩ জুলাই) আরইবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংস্থাটির আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সেবাবর্ষ হিসেবে কাজ করা ছাড়াও যে সাতটি কাজ করবে আরইবি, সেগুলো হচ্ছে, জনগণের শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা, গ্রাহক হয়রানি নিরসনে ‘আলোর ফেরিওয়ালা’ কর্মসূচি অব্যাহত রাখা, ‘আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি জোরদার করা, ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে ‘পেপারলেস অফিস’ চালু করা, পরিবেশবান্ধব ২ হাজার সোলার সেচ পাম্প স্থাপন এবং তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি’ অর্জনে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা।

আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন, ‘জনসাধারণের হয়রানিমুক্ত বিদ্যুৎসেবা দিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’ প্রধানমন্ত্রীর ভিশন-২০২১, ২০৪১ এবং এসডিজি ২০৩০ অর্জনে ডিজিএমসহ আরইবি’র প্রায় ৩৫ হাজার কর্মী বাহিনীকে দুর্নীতিমুক্তভাবে একাগ্রচিত্তে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরইবি’র সবপর্যায়ে ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা হবে।’ পাশপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও বেগবান করতে শিল্প সংযোগসহ সব ধরনের বিদ্যুৎ সংযোগ দ্রুত দেওয়া হবে বলেও তিনি জানান।

সংস্থাটির পরিচালক (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত লাইন স্থাপনার যৌথ পরিদর্শন কার্যকর করা, অডিট নিষ্পত্তি ও পবিসের আর্থিক সক্ষমতা অর্জন, দালাল, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, পবিসের কার্যক্রম ই-ফাইলিংয়ের মাধ্যমে সম্পন্নকরণ, পবিসের সব ডকুমেন্ট ডিজিটালাইজেশনে সংরক্ষণ, সব গ্রাহকের জন্য প্রি-পেইড মিটার স্থাপন, আপগ্রেডেশন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও স্টোর ব্যবস্থাপনাও করা হবে।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?