X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নতুন আইনে ভ্যাট আদায়ের জন্য এক লাখ ইএফডি কেনার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ২২:৪২আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৪৪

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন

নতুন আইনে (ভ্যাট আইন-২০১২) ভ্যাট আদায় করতে এক লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘এক লাখ মেশিন কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একটি সোর্স থেকে কেনা হবে না, বিভিন্ন সোর্স থেকে কেনা হবে। ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নেওয়া হবে। যারাই দেবে মেইন সার্ভার মেইনটেইন করবে এনবিআর, এক জায়গা থেকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সে কাজটি করা হবে।’

মন্ত্রী বলেন, প্রথমে ১০ হাজার মেশিন কিনে প্রক্রিয়া শুরু করা হচ্ছে। আগামী দুই বছরে আমাদের মেশিন লাগবে  দুই লাখ। এই মেশিনগুলো যারা ভ্যাট পেমেন্ট করবে তাদের দেওয়া হবে। মেশিনগুলোর খরচ পড়বে ৩২ হাজার টাকা করে। লম্বা সময় ধরে এ টাকা আদায় করা হবে। এজন্য জনবল আউট সোর্সিং করা হবে। বিজনেস হাউসগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করে সব কিছু তাদের শেখানো হবে। আমরা মনে করি এখানে ফেইল করবো না।’

মন্ত্রী বলেন,‘ একটি চাইনিজ কোম্পানি এসজেডজেডটি-কেএমএমটি-সাইনিসিস-ইটাল (szzt-kmmt-synesis-eatl) মেশিনগুলো সরবরাহ করবে। এটি খুব আর্জেন্ট কাজ এবং স্পেশালভাবে দেখা হবে। যে দোকানে মেশিন দেবো যেখানে বেচাকেনা হবে সেখানেই থাকবে, মেশিনের দাম পরিশোধে লম্বা সময় দেওয়া হবে। মেইনটেইনও তারা করবে, কোনও লাভ নেওয়া হবে না।’

শেয়ার বাজার নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে মন্ত্রী বলেন, “শেয়ার বাজার নিয়ে আমাদের কন্ট্রোলিং এজেন্সি আছে ওখানে যান, আলোচনা করেন।

এদিন প্রস্তাবিত ড্রাফট অনশোর মডেল ‘পিএসসি ২০১৯’ এবং প্রস্তাবিত ড্রাফট অফশোর মডেল ‘পিএসসি ২০১৯’ এর চূড়ান্ত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরে তা সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় পাস করা হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যে সমুদ্রসীমা পেলাম তা এখনও ব্যবহার করতে পারি নাই। পানির নিচে যে সম্পদগুলো আছে সেগুলো নিয়ে আরও স্টাডি করতে হবে। বিদেশি কোম্পানিকে ইনভাইট করা হচ্ছে। অনশোর এবং অফশোর মিক্স করে ফেলেছিলাম, অনশোরে খরচ কম এবং অফশোরে খরচ বেশি এবং প্রাইসও (দাম) দেবে বেশি। এখন অনশোরটার প্রাইস ৬ পয়েন্ট ৫ সেন্ট এবং অফশোর ৭ পয়েন্ট ২৬ সেন্ট করেছি। তবে এ প্রাইস থাকবে না, কারণ সে সময়ে এশিয়ার যে বাজার দর সে দরে নির্ধারিত হবে। এখন থেকে ২০ বছর পর কাউকে পেলে সে সময়ের দামে হবে।’

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’