X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১০ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ২১:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৫





১০ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

দশ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার (১৯ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে। রবিবার (১৮ আগস্ট) এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

এর আগে, গত ৮ আগস্ট সোনার দাম বাড়ায় বাজুস। তখনও প্রতিভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ায় সংগঠনটি।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দেশেও দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতিভরি ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা।
এদিকে, রবিবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকায়। অবশ্য, গত ২৪ জুলাই থেকে গত ৭ আগস্ট প্রর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয় ৫৩ হাজার ৩৬২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, নতুন দাম অনুযায়ী, ২১ ও ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরিতেও বেড়েছে এক হাজার ১৬৬ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৪১৭ টাকা। রবিবার পর্যন্ত এই ধরনের সোনা বিক্রি হয়েছে ভরিপ্রতি ৫৩ হাজার ৩৬২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৫১৩ টাকা। রবিবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয়েছে ভরিপ্রতি ৪৮ হাজার ৩৪৭ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। রবিবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। সব ধরনের সোনার দাম বাড়লেও কমেছে রুপার দাম। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকায়। রবিবার এই ধরনের রুপা বিক্রি হয়েছে এক হাজার ১৬৬ টাকা। তবে, ২৩ ক্যারেট প্লাটিনাম আগের দাম অর্থাৎ প্রতি ভরি বিক্রি হবে ৬৫ হাজার ২৬ টাকা।

/জিএম/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সোনার দামে রেকর্ড, প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার টাকা
সোনার দাম কমলো
‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে বাজুস ফেয়ার
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট