X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুরনো এলসি’র পেঁয়াজের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ নভেম্বর ২০১৯, ২৩:১৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০৩:১৬

হিলি স্থলবন্দর (ফাইল ছবি) নিজেদের সংকটের কথা বলে সম্প্রতি পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশের ব্যবসায়ীদের পুরনো এলসির পেঁয়াজও রফতানি করা হয়নি। এ কারণে একমাসের বেশি সময় ধরে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়েও এক মাসের বেশি সময় ধরে কোনও পেঁয়াজ আসেনি। তবে ভোমরা স্থলবন্দর দিয়ে সর্বশেষ ২২ অক্টোবর পুরনো এলসির পেঁয়াজ নিয়ে দুটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এ অবস্থায় পুরনো এলসির পেঁয়াজ আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এ বিষয়ে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। অনুমতি মিললে বুধ অথবা বৃহস্পতিবার হিলি বন্দর দিয়ে পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, নিজেদের পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ২৯ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এতে করে আমাদের ২৯ তারিখের আগে করা প্রায় দেড় হাজার টন পেঁয়াজ আটকা পড়ে। এনিয়ে কয়েক দফা বৈঠকের পরে ৪ অক্টোবর এক হাজার টন ও ২২ অক্টোবর ৫০ টন পেঁয়াজ রফতানি করে ভারত। এখনও আগের এলসির প্রায় ৪৫০ টন পেঁয়াজ ভারতে আটকা রয়েছে। এছাড়াও অনেক আমদানিকারক পুরানো এলসি এম্যান্ডমেন্ট করেছেন, তাতে করে আরও এক হাজার টন পেঁয়াজের এলসি রয়েছে।

তিনি আরও বলেন, ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজ রফতানির অনুমতি চেয়ে আবেদন করেছেন। আমাদের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও ভারতে অবস্থান করছে। আবেদনের প্রেক্ষিতে সোমবার (৪ নভেম্বর) বিকালে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। অনুমতি মিললে বুধ অথবা বৃহস্পতিবার বন্দর দিয়ে পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ আমদানির সম্ভাবনা রয়েছে।

এদিকে পেঁয়াজ আমদানির বিষয়ে সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ‌‌‌‌‌‌‌‌‘পেঁয়াজ কবে থেকে আসতে পারে এ বিষয়ে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তবে তারা সঠিক কিছু বলতে পারছেন না। আশা করা হচ্ছে সব ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি পেঁয়াজ আমদানি স্বাভাবিক হতে পারে।

তিনি আরও জানান, সর্বশেষ ২২ অক্টোবর ভারত থেকে দুটি ট্রাকে ৪১ মেট্রিকটন পেঁয়াজ আসে। এরপর ভোমরা স্থলবন্দর দিয়ে কোনও পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ করেনি।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী মেসার্স কালাম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী খোরশেদ আলী বলেন, ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি পেঁয়াজের আমদানি স্বাভাবিক হতে পারে।

তবে বেনাপোল দিয়ে পুরনো এলসির সব পেঁয়াজ এসেছে বলে জানিয়েছেন চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার। তিনি বলেন, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করার পরে শুধুমাত্র পুরনো এলসির পেঁয়াজ বাংলাদেশে এসেছে।

খুলনার পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান হামিদ এন্টারপ্রাইজের মালিক আব্দুল হামিদ জানান, বেনাপোল দিয়ে পুরনো এলসির সব পেঁয়াজ এসে পৌঁছেছে। ভারতের পেঁয়াজ রফতানিকারকরা বলছেন আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিতে পারে বলে জানিয়েছেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন পার্লারের মালিক
কোটি টাকার সোনা ভারতে পাচারের সময় একজন আটক
ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, সাতক্ষীরা মেডিক্যালের হল বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!