X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লাভে থাকার পরও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নেসকোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ০৭:১৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১১:২৮

গণশুনানিতে নেসকোর কর্মকর্তা বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে অনুষ্ঠিত গণশুনানিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। আইন অনুযায়ী সরকারি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ব্রেক ইভেনে (লাভ লোকসানের সমতা বিন্দু) চলার কথা থাকালেও নেসকো লাভের টাকায় পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)-র দেনার ৫৬১ কোটি টাকার বেশিরভাগই মাত্র তিন বছরেই পরিশোধ করেছে। লাভের মুখ দেখায় করপোরেট ট্যাক্সও পরিশোধ করছে প্রতিষ্ঠানটি।
এই পরিস্থিতিতে নেসকোর বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন গ্রহণযোগ্য কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, শুনানির আগে কমিশন বৈঠকে বিষয়টি উত্থাপন হওয়ার কথা। কমিশন যেখানে দেখছে কোম্পানিটি লোকসানের বদলে লাভ করছে, তখন কীভাবে তারা আবারও দাম বৃদ্ধির শুনানিতে বিষয়টি উপস্থাপন করে।
রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ওই গণশুনানির আয়োজন করে। শুনানিতে নেসকো বেশ কিছু প্রস্তাব করে। নেসকো মূলত রাজশাহী ও রংপুর অঞ্চলে বিশেষ করে শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
নেসকো শুনানিতে বলেছে, নতুন বিনিয়োগ ও সেবার মান বৃদ্ধি, ঋণের সুদ ও কিস্তি পরিশোধ, অবকাঠামোগত উন্নয়ন, নতুন প্রকল্প ও তার অবচয় ব্যয়, নতুন নিয়োগপ্রাপ্ত জনবলের বর্ধিত বেতন-ভাতাদি ইত্যাদির কারণে তাদের ব্যয় বাড়ছে। অন্যদিক, পিডিবিও তাদের পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। যদি পাইকারি বিদ্যুতের দাম বাড়ে, তাহলে তাদের ব্যয়ও বেড়ে যাবে। ফলে দাম সমন্বয় করা প্রয়োজন হবে।
শুনানিতে কোম্পানিটি আরও জানায়, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের বিতরণ রাজস্ব চাহিদা ৫ হাজার ১৮৮ মিলিয়ন টাকা এবং সম্ভাব্য ৩ হাজার ৯৮০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ বিক্রি বিবেচনা করে বিতরণ ব্যয় দাঁড়াবে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১ টাকা ৩১ পয়সা। ২০১৭ সালে দাম বাড়ানোর পর নেসকোর বিতরণ ব্যয় নির্ধারণ করা হয় প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১ টাকা ১৫ পয়সা।
নেসকো জানায়, ২০১৮ সালের জুলাই হতে ২০১৯ সালের জুন পর্যন্ত বিতরণ ব্যয় হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১ টাকা ১১ পয়সা। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে দাঁড়াবে ১ টাকা ৩১ পয়সায়। নেসকো তাদের বিতরণ রেট বর্তমানের ১ টাকা ১৫ পয়সা থেকে ১৬ পয়সা বৃদ্ধি করে ১ টাকা ৩১ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে।
কমিশনের সদস্য মিজানুর রহমান বলেন, ‘পাইকারি বিদ্যুতের দাম কতটা বাড়বে সেটা সরাসরি আনুপাতিক হারে গ্রাহক পর্যায়ে পাস থ্রু হয়ে যাবে। আর এর বাইরে কোম্পানির বিতরণ ব্যয় নিয়ে আলোচনা হতে পারে। আমরা সেটাই নির্ধারণ করছি। এখানে দাম কমলে সেটাই পাসথ্রু হবে।’
এদিকে, বিইআরসির মূল্যায়ন কমিটি, নেসকোর অফিস, প্রশাসনিক ও সাধারণ খাতে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ব্যয় সব বিতরণ কোম্পানির মধ্যে সর্বোচ্চ। তারপরও মূল্যায়ন কমিটি মনে করছে, পাইকারি বিদ্যুতের দাম বাড়লে নেসকোর দাম বাড়ানোর দরকার। তবে নেসকো এক টাকা ৩১ পয়সা নির্ধারণের প্রস্তাব করলেও কমিটি ১ টাকা ১৫ পয়সা করার সুপারিশ করেছে।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম শুনানিতে বলেন, ‘হিসাবের মারপ্যাচে বোঝার অবস্থা নেই, আসলে কী হচ্ছে, আর কী হচ্ছে না। এখানে কমিশন এবং বিতরণ কোম্পানিই বুঝতে পারছে, তারা কী চাচ্ছে, আর কী করতে পারবে। আমাদের এখানে শুধু শুনে যাওয়া ছাড়া কোনও উপায় নেই—বিদ্যুতের মূল্য হার যৌক্তিক নাকি অযৌক্তিক। কতটা চাহিদা কতটা ঘাটতি সে বিষয়ে এর আগে আলোচনা হতো, এখন আর এসব হচ্ছে না। তাহলে এই শুনানির অর্থ কী?’

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ