X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুতের চাহিদা মেটাতে বসানো হচ্ছে আরও ‘ক্যাপাসিটর ব্যাংক’

সঞ্চিতা সীতু
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০

ক্যাপাসিটর ব্যাংক, ছবি: সংগৃহীত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করতে আরও ক্যাপাসিটর ব্যাংক বসাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।এজন্য গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সংস্কার ও ক্ষমতাবর্ধন শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে তারা। এই প্রকল্পের আওতায় ২১০ মেগাভার ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করবে তারা। 

ক্যাপাসিটর ব্যাংক হচ্ছে এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যার ভেতর বিদ্যুৎ চার্জ করে মজুত রাখা যায়। প্রয়োজনে সেই বিদ্যুৎ সরবরাহও করা যায়। বিতরণ লাইনের সঙ্গে যুক্ত থাকা এই ব্যাংক বিতরণ ভোল্টেজ লস কমাতেও সহযোগিতা করে। 

উত্তরাঞ্চলে বিদ্যুতের চাহিদার তুলনায় বিদ্যুৎকেন্দ্র নেই। ফলে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ অঞ্চলে নতুন বিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনা করা হলেও জ্বালানি সংকটের কারণে তা সম্ভব হয়নি। কারণ উত্তরাঞ্চলে কয়লা বা তেল পরিবহন কঠিন বিষয়। আবার ওই এলাকায় গ্যাসও নেই। এজন্য বিকল্প হিসেবে ক্যাপাসিটর ব্যাংক করার পরিকল্পনা করা হয়েছে।  

পিজিসিবি সূত্রে জানা গেছে,  দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগে পিজিসিবির ৯টি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। কয়লা সংকটে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ২০১৮ সালের জুলাইয়ে বন্ধ হলে সে সময় জরুরি ভিত্তিতে পিজিসিবি আরও চারটি ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করে। এরমধ্যে লালমনিরহাটে ১২.৫ মেগাভার,  রংপুরে ২০ মেগাভার,  পঞ্চগড়ে ১২.৫ মেগাভার  এবং ঠাকুরগাঁওয়ে ৩৫ মেগাভারের ক্যাপাসিটর ব্যাংক বসানো হয়। ওই এলাকায় এখন ছয়টি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে মোট ১৭৫ মেগাভার ক্যাপাসিটর ব্যাংক চালু আছে। সেচ মৌসুমের কথা বিবেচনা করে ওই অঞ্চলে আরও ৪৫ মেগাভার ক্যাপাসিটর ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে পিজিসিবি। 

এ বিষয়ে জানতে চাইলে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই। এজন্য ক্যাপাসিটর ব্যাংক বসাচ্ছি। বিকল্প ব্যবস্থা থাকলে গ্রিড লাইনে কোনও সমস্যা হলে ক্যাপাসিটর ব্যাংক দিয়ে তার সমাধান করা সম্ভব। এছাড়া ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে ভোল্টেজ লসও আমরা কমিয়ে আনতে পারবো।’ 

 

 

 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’