X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চালের দাম কেজিতে বেড়েছে তিন টাকা

গোলাম মওলা
০৬ মার্চ ২০২০, ১৮:৩২আপডেট : ০৬ মার্চ ২০২০, ২৩:১২

দিনাজপুরে বাড়ছে চালের দাম গরিবের মোটা চালের দাম প্রতিকেজিতে বেড়েছে তিন টাকা। এক মাস আগেও ৩৫ টাকায় এক কেজি মোটা চাল পাওয়া যেতো। এখন সেই চাল বিক্রি হচ্ছে ৩৮ টাকা করে। এক মাস আগে একটু নিম্নমানের যে মোটা চাল প্রতিকেজি ৩২ টাকায় পাওয়া যেতো, এখন ক্রেতাকে সেই চাল ৩৫ টাকায় কিনতে হচ্ছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, শুধু মোটা চালই নয়, চিকন চালের দামও কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা। নতুন চাল আসার আগ পর্যন্ত চালের দাম কিছুটা বাড়তি থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পহেলা বৈশাখের পর চালের দাম আবারও কমে আসবে। কারণ, এখন আমনের মৌসুম শেষ পর্যায়ে। সামনে বোরো ফসল উঠবে।

এ প্রসঙ্গে কাওরান বাজারের চাল ব্যবসায়ী আবদুল আওয়াল বলেন, ‘প্রতিবছরই এই সময় চালের দাম কিছুটা বাড়তির দিকেই থাকে। দুই মাস পর চালের দাম কমে আসবে।’ তিনি বলেন, ‘এখন চিকন চাল ৬০ টাকা কেজি বিক্রি করছি, দুই মাস পর এই চালই অন্তত কেজিতে পাঁচ টাকা কমে আসবে।’

এদিকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য বলছে, গত এক মাসে মোটা চালের দাম বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। আর মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। গত এক বছরে এই চালের দাম বেড়েছে ৪ দশমিক ১৭ শতাংশ। তবে গত এক বছরে চিকন মানের মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে ২ দশমিক ৬৮ শতাংশ।

রাজধানীর বাজারগুলোতে নাজিরশাইল ও মিনিকেট এখন ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইজাম ও লতা চাল বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকা কেজি দরে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, নতুন চাল না ওঠা পর্যন্ত বাজারে চালের চাহিদা বেশি থাকবে। এ কারণে দামও একটু বেশি। তবে সামনে বোরো ফসল উঠবে। তখন দাম কমে আসবে।

রাজধানীর বাবুবাজার-বাদামতলীর চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানান, পাইকারি পর্যায়ে চালের দাম বাড়েনি।

কমেছে পেঁয়াজের দাম

ভারত রফতানি বন্ধের আদেশ তুলে নেওয়ায় দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর কাওরানবাজার, মানিকনগর বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০-৯০ টাকা। আর আমদানি করা বড় পেঁয়াজের কেজি আগের সপ্তাহের মতো ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা রসুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে।

এদিকে সবজির বাজারে দেখা যায়, করলার কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। বরবটির কেজি ৮০-১০০ টাকা। মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০-৫০ টাকা করে। শসার কেজি ২০-৩০ টাকা, পেঁপে ৩০-৪০, পাকা টমেটো ৩০-৪০, শিম ৩০-৪০ টাকা। ফুলকপি-বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, গাজর প্রতিকেজি ২০-৩০ টাকা, শালগমের কেজি ২৫-৩০ টাকা, মুলা ২০-২৫ টাকা আর বেগুন ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন