X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনার সময় গ্রাহকদের ভেন্ডিং স্টেশনে ঠেলে দিলো পিডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ২৩:৪৬আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২৩:৫২




 সরকার যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিদ্যুৎ বিল নেওয়ার সময় আগামী জুন পর্যন্ত বাড়িয়েছে সেখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা জোনের প্রিপেইড গ্রাহদের ভেন্ডিং স্টেশনে গিয়ে টাকা রিচার্জ করতে বলছে।

পিডিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা জোনের প্রি-পেইড বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে চালু রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার ভেন্ডিং স্টেশন চালু রয়েছে। এছাড়া বিদ্যুৎ গ্রাহকরা রবি, গ্রামীণ ফোন ও বিকাশের মাধ্যমেও নিজের মোবাইলফোন থেকে সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় ভেন্ডিং সম্পন্ন করতে পারবেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পিডিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা পেতে বিদ্যুৎ গ্রাহকদের প্রয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অভিযোগ ও গ্রাহক সেবা কেন্দ্রের ফোন নম্বর- ০২-৪৭১২০২২৪, ০২-৪৭১২০২২৫, ০১৭০৮১৪৯৫০২, ০১৭০৮১৪৯৫০৩ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে- ০২-৯৫৫৩১০০, ০১৮১৯২২৮৬১৬ যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) করোনার কারণে মিটারের ইমার্জেন্সি ব্যালান্সের সময় ১৫ দিন বাড়িয়ে দিয়েছে। আর ডিপিডিসি বলছে, প্রয়োজনে বাড়ি গিয়ে রিচার্জ করে দিয়ে আসা হবে। আর গ্যাসের ইমার্জেন্সি ব্যালান্স বাড়িয়ে ২০০ থেকে দুই হাজার করেছে তিতাস ও কর্ণফুলি গ্যাস বিতরণ কোম্পানি।

তবে করোনা প্রতিরোধে পিডিবি তেমন কোনও উদ্যোগ না নিয়ে গ্রাহকের দায়িত্বের ওপর সব ছেড়ে দিলো।

এ বিষয়ে জানতে চাইলে পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরি বলেন, ভেন্ডিং মেশিনের সামাজিক দূরত্ব আমরা কীভাবে নিশ্চিত করবো? সেটা গ্রাহকদেরই করতে হবে। এছাড়া কাউন্টারগুলো দূরে দূরেই আছে। ফলে সমস্যা হবে না। আর যারা মোবাইলে দিতে পারবেন তারা মোবাইলে দেবেন।

 

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়