X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আগস্টের মধ্যে প্রণোদনা প্যাকেজের সব ঋণ বিতরণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ০৯:৩৩আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৪:৩৫

বাংলাদেশ ব্যাংক সরকারের প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে ব্যাংকগুলোর গড়িমসি দেখে এবার সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংকের নির্বাহী প্রধানদের কাছে বৃহস্পতিবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, প্রণোদনা প্যাকেজের সব অর্থবিতরণের কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ করতে হবে। এর মধ্যে বেশিরভাগ ঋণ চলতি জুলাই মাসের মধ্যে বিতরণ করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলে ক্ষতিগ্রস্ত শিল্প, সেবা ও কৃষিখাতসহ আয়-উৎসারী কর্মকাণ্ড পুনরায় সচল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ঋণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এই প্যাকেজসমূহ যথাসময়ে বাস্তবায়িত না হলে প্যাকেজ প্রণয়ণের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।

প্রসঙ্গত, এর আগে গত মার্চ থেকে কয়েক দফায় সরকার এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। প্রণোদনার এই অর্থ ব্যাংকগুলো থেকে ঋণ হিসেবে পাবেন শিল্পোদ্যোক্তারা, ওই ঋণের সুদের অর্ধেক সরকার পরিশোধ করবে। প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর ব্যাংকগুলো অর্থ সংকটের কথা তুললে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তহবিল জোগানের উদ্যোগ নেওয়া হয়। তবে অদৃশ্য কারণে ঋণ বিতরণে ব্যাংকগুলো ধীর গতিতে চলছে বলে অভিযোগ তোলে এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

এর মধ্যেই গত ১৭ জুন গভর্নর ফজলে কবির সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সভা করেন। ওই সভায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ নিয়ে আলোচনা হয়। এরপর বৃহস্পতিবার (২ জুলাই) পর্যালোচনা সভা হয় ক্ষুদ্র (কুটির শিল্পসহ) ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্যাকেজের ঋণ বিতরণের অগ্রগতি নিয়ে।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না