X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবৈধ সংযোগ দিয়ে গভীর রাতে সার্ভারে এন্ট্রি, তিতাসের মামলা

সঞ্চিতা সীতু
০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:২২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

তিতাস নিষেধাজ্ঞার মধ্যে অবৈধভাবে আবাসিক গ্যাস সংযোগ, আবার সেই সংযোগকে রাতের আধারে কোম্পানির সার্ভারে এন্ট্রি দিয়ে বৈধ করার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা করেছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। প্রাথমিকভাবে এক রাতেই ১ হাজার ২৪৭টি সংযোগ বৈধ করে দেওয়ার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয়েছে। তবে তিতাসের অনুসন্ধান বলছে এ ধরনের ৭ লাখ অবৈধ সংযোগ রয়েছে তাদের সার্ভারে। যেগুলোর একটিরও কোনও অনুমোদন নেই তিতাস বোর্ডের। রবিবার (৭ সেপ্টেম্বর) তিতাসের পক্ষ থেকে এই মামলা করা হয়।
তিতাস গ্যাস বিতরণ ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আলী মো. মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দীর্ঘ তদন্ত শেষে প্রমাণ পাওয়ায় তাদের আগেই সাময়িকভাবে বরখাস্ত করেছিলাম আজ মামলা করা হয়েছে।
মামলায় যে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী রতন চন্দ্র দে, ব্যবস্থাপক রকিব উদ্দিন সরকার, উপ-ব্যবস্থাপক রজব আলি, মো. রেজাউল করিম খান, উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন জাবেদ, সিনিয়র নিরাপত্তা প্রহরী মো. মাসুদ রানা, একই পদের আবুল কালাম আজাদ এবং মাকসুদুল হক।
তিতাস গ্যাস বিতরণ কোম্পানির বার্ষিক প্রতিবেদনে আবাসিক সংযোগ বন্ধ থাকার পরও সংযোগ বৃদ্ধির তথ্য বের হলে বিষয়টি আলোচনায় আসে। বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পরপরই আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এরপর ২০১২ সালে আবার সংযোগ চালু হলেও ২০১৩ সালের শুরুতেই তা বন্ধ করে দেয়। কিন্তু সরকারের নিষেধাজ্ঞার মধ্যে প্রতি বছর তিতাস গ্যাস বিতরণ কোম্পানির সংযোগ বৃদ্ধির তথ্য উঠে আসে তাদেরই বার্ষিক প্রতিবেদনে। কিভাবে এই সংযোগ বৃদ্ধি পেলো এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের মধ্যেই বছরের শুরুর দিতে তদন্তে নামে তিতাস। তিতাসের বার্ষিক প্রতিবেদনে উঠে আসা নয় লাখ ৬৬ হাজার বর্ধিত সংযোগের তদন্তে দেখা যায় সাত লাখ সংযোগই অবৈধভাবে বিভিন্ন সময়ে সার্ভারে এন্ট্রি দেওয়া হয়েছে।
তিতাস গ্যাসের প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা বলেন, আপাতত মামলাটি এক হাজার ২৪৭টি সংযোগ দেওয়ার জন্য করা হলেও মামলায় সাত লাখ অবৈধ সংযোগ একই প্রক্রিয়াতে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ফলে তদন্তে কারা কারা এসব কাজে জড়িত তা উঠে আসবে বলে মনে করেন তিনি। কিভাবে এসব সংযোগ দেওয়া হয়েছে জানতে চাইলে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের একটি সিন্ডিকেট রয়েছে। তারা মোটা অংকের অর্থের বিনিময়ে সংযোগ দিয়ে রাতের অন্ধকারে তা সার্ভারে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সার্ভারে এন্ট্রি দিলে সেটি কবে কখন দেওয়া হয়েছে তা উল্লেখ থাকে। এভাবেই এই ১২৪৭টি সংযোগের বিষয় উদঘাটন হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না