X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহ ও দাম দুটোই বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ১৭:৪১আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৯:০১

শীতের সবজি রাজধানীর বাজারগুলোতে শীতের সবজির আগাম সরবরাহ যেকোনও সময়ের চেয়ে এখন বেশি। তবে সেই তুলনায় দামও বেশি। করোনাভাইরাস মহামারির মধ্যে মানুষের আয় না বাড়লেও অব্যাহতভাবে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। সেগুনবাগিচা, মগবাজার ও কাওরান বাজারের খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
এতদিন সবজির মূল্যবৃদ্ধির জন্য দীর্ঘস্থায়ী বন্যার অজুহাত দেওয়া হচ্ছিল। আর এখন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে দাম আরও বাড়তির দিকে। 
বাজারগুলোতে সরেজমিন দেখা যায়, পাঁচ-ছয় ধরনের সবজির দাম ১০০ টাকার ওপরে। আট-দশ ধরনের সবজির দাম ৬০ টাকার বেশি। অন্য পাঁচ-ছয় ধরনের সবজির দাম ৫০ টাকার ওপরে। আর তিন-চার ধরনের সবজির দাম ৪০ টাকার ঘরে।
শুক্রবার (২ অক্টোবর) কাওরান বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম, পাকা টমেটো, গাজর, বেগুন ও বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে। এরমধ্যে পাকা টমেটোর দাম প্রতিকেজি ১২০-১৪০ টাকা। শিমের কেজি ১২০-১৪০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বরবটির কেজি কোথাও ১০০ টাকা, কোথাও ১২০ টাকা। বেগুনের কেজি এখন ১১০ টাকা হয়ে গেছে।
এসব সবজির দাম বৃষ্টির কারণে ১০০ টাকার ওপরে উঠেছে বলে দাবি করেন কাওরান বাজারের খুচরা ব্যবসায়ী শেখ আলিম উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘এগুলো ঢাকায় কম আসে। কিন্তু চাহিদা বেশি থাকায় দাম বাড়তি। 





সবজি বাজার কাওরান বাজারে দেখা যায়, এককেজি পটলের দাম এখন ৬০-৭০ টাকা। প্রতিকেজি ঝিঙা ৭০ টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ টাকা। লাউ প্রতি পিস ৭০-৮০ টাকা।
বাজারে নতুন আসা ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। মুলা প্রতিকেজি ৩০-৫০ টাকা।
ক্রেতাদের দাবি, পেঁপে ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০-৫০ টাকা কেজি। ১২ টাকা হালি কাঁচা কলা কিনতে হয় ৪০-৫০ টাকায়। কাঁচামরিচের দাম এখন ২৫০ গ্রাম ৬০ টাকা। দেশি পেঁয়াজের কেজি ৯০ টাকা। আলু বিক্রি হচ্ছে ৪২ টাকায়।
মানিকনগর এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট একটা ব্যবসা করি, করোনার কারণে আগের মতো লাভ হচ্ছে না। কিন্তু বাজারে গেলে হতাশ হতে হয়। টাকা ফুরিয়ে যায়, কিন্তু বাজারে সবজি কেনার যেন উপায় নেই।’
সাধারণ এই ক্রেতার ভাষ্য, ‘বাজার সবজিতে ভরপুর, তবু সব সবজির দাম বেড়েছে। বেশিরভাগ সবজির দাম ১০০ টাকার ওপরে বা ১০০ টাকার কাছাকাছি।’

/জিএম/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫