X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিএনপির এমপির ৫ রেস্তোরাঁয় ভ্যাট ফাঁকির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ০০:৩০আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০০:৩৭

বিএনপির এমপির ৫ রেস্তোরাঁয় ভ্যাট ফাঁকির মামলা বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের মালিকানাধীন এসআর গ্রুপের আরও তিনটি রেস্তোরাঁয় মোট ৭ কোটি ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদফতর সোমবার (১৯ অক্টোবর) ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ কমিশনারেটের কাছে ভ্যাট ফাঁকির অভিযোগ নিষ্পত্তির জন্য মামলা করে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ভ্যাট গোয়েন্দা অধিদফতর জানায়, ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ ১-এর ৪৬ নম্বরের লেক ড্রাইভের এসআর গ্রুপের কার্যালয়ে অভিযান চালানো হয়।


অভিযানে রাজধানীর বিজয়নগরে অভিজাত রেস্তোরাঁ সুং ফুড গার্ডেন এবং ধানমন্ডির ইম্পেরিয়াল আমিন আহাম্মেদ সেন্টারে ও যমুনা ফিউচার পার্কে গার্লিক এন জিঞ্জারের দুই শাখা মিলে মোট ৩২ কোটি ২৫ লাখ টাকার বিক্রি গোপন করে ৭ কোটি ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ অনুসন্ধান শেষে ১৯ অক্টোবর এই ৩টি রেস্তোরাঁর ফাঁকির হিসাব চূড়ান্ত করে ভ্যাট আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।’
এর আগে একই গ্রুপের ফুড ভিলেজ ও ফুড ভিলেজ প্লাস নামে দুটি হাইওয়ে রেস্তোরাঁয় ২৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি এবং গুলশান-২, যমুনা ফিউচার পার্ক ও ধানমন্ডির ‘দি গ্রেট কাবাব ফ্যাক্টরি’র ৩টি অভিজাত রেস্তোরাঁয় প্রায় ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা হয়।
এর মাধ্যমে এসআর গ্রুপ ৩টি রেস্টুরেন্টে ৭ কোটি ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি ও এ পর্যন্ত মামলা দায়েরকৃত অন্যান্য ৫টি রেস্টুরেন্টে মোট বিক্রির তথ্য গোপন পাওয়া গেছে ২৪৭ কোটি ২৫ লাখ টাকার। এতে ভ্যাট ফাঁকি হয়েছে সাড়ে ৩৬ কোটি টাকা।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) এসআর গ্রুপের মালিক। রেস্তোরাঁ ছাড়াও পরিবহন, টেলিযোগাযোগ, লজিস্টিকস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও গার্মেন্টসের সহযোগী পণ্যসহ বিভিন্ন খাতে তার ব্যবসা রয়েছে। 

/জিএম/এফএ/আপ-এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে