X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান ডিসিসিআইয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৭:৪৮আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৭:৫৩

ডিসিসিআই নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ। মঙ্গলবার (৩ নভেম্বর) ডিসিসিআই নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েনের এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বুধবার (৪ নভেম্বর) ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা চেম্বারের সভাপতি ভিয়েতনামের উদ্যোক্তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বার এবং বাংলাদেশে অবস্থিত ভিয়েতনামের দূতাবাসের মাধ্যমে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব করেন। এছাড়াও তিনি বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ সম্প্রসারণে ঢাকা চেম্বারে ভিয়েতনামের একটি হেল্প ডেস্ক স্থাপনেরও প্রস্তাব করেন।

ডিসিসিআই সভাপতি জানান, বাংলাদেশের পর্যটন, টেক্সটাইল, সমুদ্র অর্থনীতি, কন্সট্রাকশন, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও চামড়াজাত পণ্য প্রভৃতি খাত অত্যন্ত সম্ভাবনাময়, যেখানে ভিয়েতনামের উদ্যোক্তারা একক এবং যৌথভাবে বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি তিনি দু’দেশের মধ্যকার যোগাযোগ আরও সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান যোগাযোগ স্থাপনেরও প্রস্তাব করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ আশিয়ান-এর পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি পেলে ভিয়েতনামসহ আশিয়ান অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।’ 

ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যে এখনও ভিয়েতনাম এগিয়ে রয়েছে। যেখানে ২০১৯-২০২০ অর্থবছরে দু’দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৭৪২.১৬ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশ ও ভিয়েতনামের রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ৪৮.১৬ এবং ৬৯৪ মিলিয়ন মার্কিন ডলার।’ তিনি দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যকার যোগাযোগ বাড়ানো ও ম্যাচ-মেকিং সেশনের আয়োজন করা, বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ, বাণিজ্য মেলা আয়োজন এবং বিজনেস নো-হাউ বাড়ানোর উপর জোরারোপ করেন। তিনি দুদেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বারের পক্ষ থেকে ভিয়েতনামে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে সম্ভাবনাময় পণ্যগুলোর বহুমুখীকরণ এবং রফতানি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপের জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। 

ঢাকা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকার অনুষ্ঠানে ডিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব আফসারুল আরিফিন এবং সচিব মো. জয়নাল আব্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন