X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘জ্বালানি খাতে নিজস্ব সম্পদ ও জনবলের ব্যবহার নিশ্চিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২০, ২০:৪৪আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২০:৪৪

‘জ্বালানি খাতে নিজস্ব সম্পদ ও জনবলের ব্যবহার নিশ্চিত করতে হবে’ জ্বালানি খাতে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থে নীতি নির্ধারণ করতে হবে। যৌথ কোম্পানির ক্ষেত্রেও নিজেদের সুবিধা আদায়ে মনোযোগ দিতে হবে। মেগা প্রকল্পে নিজস্ব সম্পদ ও জনবলের ব্যবহার নিশ্চিত করতে হবে। তা না গেলে অপারেশন ও রক্ষণাবেক্ষণে দক্ষ লোকের ঘাটতি থেকেই যাবে। শনিবার ( ১৪ নভেম্বর) বিকেলে এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ‘অবকাঠামো উন্নয়নে নিজস্ব সম্পদের ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন,  আন্তর্জাতিক দরপত্র বিদেশিদের ডিউটি ফ্রি দেওয়ার মতো দেশীয় ঠিকাদারদের সুরক্ষা দিতে হবে। না হলে তারা ৩৫ শতাংশ ডিউটি দিয়ে প্রতিযোগিতায় ঠিকতে পারবে না। প্রয়োজনে আন্তর্জাতিক দরপত্রে তাদের ‍ডিউটি ফেরত দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।

প্রবন্ধ উপস্থাপন করেন দীপন গ্রুপের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) জিএসএম শামসুজ্জোহা নাসিম বলেন, স্থানীয় সম্পদের ব্যবহার যতো বাড়াতে পারি উন্নয়ন ততটা স্থায়ী হয়। আমদানি করা সম্পদের প্রতিস্থাপন করে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়। তিনি বলেন, রামপাল এবং পায়রাতে বিদেশি সাব ঠিকাদার নেওয়া হচ্ছে। ইপিসি ঠিকাদার কেন নেওয়া হচ্ছে? যে অংশগুলো না হলেই নয়, অথবা ব্যালান্স করার জন্য উপ-ঠিকাদার গ্রহণ করেছে। স্বচ্ছ বিডিং হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

সেমিনারে সাবেক তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বলেন, দেশীয় উদ্যোক্তাদের বিকাশে নীতি একটি বড় বাঁধা হয়ে আছে। দেশীয় স্বার্থকে রক্ষা করতে পারে এমন নীতি নির্ধারণ করতে হবে। বিদেশি ঠিকাদারদের জন্য কিছু শর্ত দেওয়া হয় কিন্তু সেগুলো কোনও কাজ হয় না, বাস্তবায়নকারী সংস্থাও খুব একটা গুরুত্ব দেন না। বিদেশি ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে জয়েন ভেঞ্চার এগ্রিমেন্ট বা জেভিএ করতে পারলে দক্ষ জনবল বাড়বে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব শেখ ফায়েজুল আমীন বলেন, বিদেশি কোম্পানিগুলো সব সময় কিছু শর্ত দেয়। যদি আমরা না মানি তাহলে বড় প্রকল্প বাস্তবায়ন জটিল হতো। ভবিষ্যতে সমঝোতার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে আমরা কিভাবে বেশি সুবিধা আদায় করতে পারি সেদিকে নজর দিতে হবে।

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর বলেন,  বিদেশি ঠিকাদাররা ডিউটি ফ্রি সুবিধা পাচ্ছে। সরকার এখানে বঞ্চিত হলো, এখানেই দেশীয় উদ্যোক্তারা পিছিয়ে যায়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য ডিউটি নিলেও ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারি ফান্ডের প্রকল্প পুরোপুরি দেশীয় কোম্পানির জন্য নিশ্চিত করা জরুরি। অবশ্যই দেশীয় প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে হবে। সরকার গ্রিন এনার্জির মতো দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বিশেষ ফান্ড গঠন করতে পারে। যেখান থেকে বেসরকারি কোম্পানিরা সহজে ঋণ নিতে পারেন।

এনার্জি-প্যাক পাওয়ার জেনারেশন কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী রবিউল আলম, প্রতিবেশী রাষ্ট্রের পলিসির সঙ্গে আমাদের কোনও সামঞ্জস্য নেই। একেক প্রতিষ্ঠান একেক ফরমুলা ফলো করে। তিনি বলেন, বাংলাদেশ আমাদের পরবাসী করে রেখেছে। ইউনিফর্ম নীতিমালা জরুরি। আবার দেশীয় ঠিকাদার কাজ নিয়ে মালামাল আমদানি করলে জিরো ডিউটি। আর দেশিয় পণ্য নিলে ভ্যাট-ট্যাক্স দিতে হচ্ছে। কিভাবে দেশীয় উদ্যোক্তা উঠে আসবে। লোকাল ফান্ডে ছোটো টেন্ডারও ইন্টারন্যাশনাল করে পিডিবি। বিশ্বের কোথাও নেই। পদ্মা সেতুসহ বিদেশি ঠিকাদারদের কাজ বিলম্ব হলে ব্যয় বাড়ে। আমাদের শাস্তি হয়।

 

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের