X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অনলাইনে আয়কর রিটার্ন জমা ফের শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ১৮:২৬আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২০:০৪


এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড কর আদায় ব্যবস্থা আরও সহজ করতেই অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন জমা নেওয়ার কাজ ফের শুরু করেছে। প্রাথমিকভাবে রাজধানীর কর অঞ্চল-৬-এ শুরু হয়েছে কার্যক্রম। রবিবার (১৫ নভেম্বর) এই কার্যক্রম উদ্বোধন করা হয়। তবে আগামী বছরের মধ্যে দেশের সব কর অঞ্চলে এই সুবিধা চালু হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এর আগেও গত তিন বছর ধরে অনলাইনে রিটার্ন জমা দিতে পেরেছেন করদাতারা। ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশনের একটি সফটওয়্যারে অনলাইনে রিটার্ন জমা দেওয়া হতো। ওই কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত জুনে সেই সুবিধাটি বন্ধ হয়ে যায়।

নতুন করে অনলাইনে রিটার্ন জমা কার্যক্রমের উদ্বোধন করে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘টিআইএনধারীদের কাছে টাকা দেওয়াটা কষ্টের বিষয় নয়। কিন্তু জমা দেওয়াতে যত সমস্যা। এই সমস্যাটা দূর করতে আমরা সরাসরি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দিতে একটি সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে ঢাকা কর অঞ্চল-৬-এর টিআইএনধারী করদাতারা সরাসরি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।’ তিনি বলেন, ‘এই কর অঞ্চলে এক লাখ ৩৫ হাজার করদাতা রয়েছেন। করোনাভাইরাস মহামারির সময়ে ঘরে বসে রিটার্ন জমা দিতে বড় ভূমিকা রাখবে এই কার্যক্রম।’ তবে এটিকে তিনি বিশাল অর্জন নয় বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘অনলাইনে রিটার্ন সাবমিশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। আমরা এটাকেই ডেভেলপ করবো। এটার ওপর ভিত্তি করে ঢাকার অন্যান্য কর অঞ্চলগুলোতেও অনলাইনে রিটার্ন জমা কার্যক্রম হাতে নেবো।’ তিনি উল্লেখ করেন, বছরের শুরুর দিকেই যদি এই কার্যক্রম শুরু করা যেতো, তাহলে এ বছরের মধ্যে অন্যান্য কর অঞ্চল অনলাইনের আওতায় নিয়ে আসা যেতো। ইনশাআল্লাহ, আগামী বছর থেকে দেশের সব কর অঞ্চলের করদাতারা অনলাইন সেবা পাবেন।’

অনলাইনে রিটার্নের চালান জমা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক প্রাপ্তি স্বীকারপত্র পাবেন বলে জানান তিনি।

কর অঞ্চল-৬-এর কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনবিআর সদস্য হাফিজ আল মোরশেদ বলেন, ‘এই কার্যক্রম দেশের সব কর অঞ্চলে দ্রুত ছড়িয়ে দিতে হবে।’ তিনি উল্লেখ করেন, অনলাইনে রিটার্ন দাখিল করার মাধ্যমে রাজস্ব আহরণ বাড়বে। পাশাপাশি গ্রাহকদের সেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ থেকে যাতে বঞ্চিত না হন, সে জন্য বিশেষ উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এনবিআরের নিজস্ব জনবল দিয়েই যাতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যায়, সে জন্য গত ২৭ অক্টোবর ৫ সদস্যের উচ্চ পর্যায়ের স্টিয়ারিং কমিটিসহ আলাদা আলাদা ৫টি শক্তিশালী কমিটি গঠন করা হয়। স্টিয়ারিং কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এনবিআর চেয়ারম্যান নিজেই। এছাড়া এনবিআরের তিন জন সদস্য ও এনবিআরের সিস্টেম ম্যানেজার কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। অনলাইনে আগের চেয়ে আরও সহজ পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দেওয়া যাচ্ছে।

অনলাইনে রিটার্ন জমা দিতে হলে https://ereturn.taxeszone6.gov.bd/ ওয়েবসাইটে যেতে হবে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা