X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চামড়াজাত পণ্যে পানির পরিমিত ব্যবহার না হলে অনিশ্চয়তা রফতানিতে

শেখ শাহরিয়ার জামান
২৪ নভেম্বর ২০২১, ০০:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০০:০৬

গ্লোবাল সাপ্লাই চেনে চামড়াজাত পণ্য রফতানির সম্ভাবনা কাজে লাগাতে হলে বাংলাদেশের চামড়া শিল্পকে পানির পরিমিত ব্যবহার করতে হবে। এ জন্য উন্নত প্রযুক্তির দরকার যা নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করা সম্ভব বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস ও ডাচ এনজিও সলিডারিদাদ আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেন, গ্লাসগোতে কপ২৬ শীর্ষ সম্মেলনের পর পানির পরিমিত ব্যবহার নিশ্চিত না হলে চামড়াজাত পণ্য রফতানি দুরুহ হয়ে পড়বে। কারণ সচেতন পশ্চিমা ক্রেতারা এ বিষয়ে ক্রমাগত অসহিষ্ণু হয়ে উঠছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা প্রায় ১০০ কোটি ডলার মূল্যের চামড়াজাত পণ্য রফতানি করেন। এই শিল্পে প্রায় ১০ লাখ মানুষ কর্মরত। রফতানি আয়ও প্রায় হাজার কোটি ডলারে উন্নিত করা সম্ভব। কিন্তু যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করতে হবে।

পশ্চিমা বিশ্বের ক্রেতারা যেমন শ্রমের অধিকারের বিষয়ে সচেতন, তেমনি পরিবেশ দূষণ এবং পানির পরিমিত ব্যবহারের বিষয়েও সচেতন জানিয়ে তিনি বলেন, ভূগর্ভস্থ পানির অতিমাত্রায় ব্যবহার হলে সেটি পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। তাই চামড়া শিল্পে বেশি পানি ব্যবহার হলে পশ্চিমা ক্রেতারা ওই পণ্য না-ও কিনতে পারে।

তিনি বলেন, ‘আমার চেষ্টা আছে এই বিষয়ে ডাচ প্রযুক্তি ও জ্ঞান সংগ্রহ করে সেটিকে বাংলাদেশে ব্যবহার করা।’

কোস্টাল বেল্ট পটুয়াখালীতে একটি লেদার জোন তৈরির উদ্যোগও নিয়েছে বাংলাদেশ। ওই প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নেও ডাচ প্রযুক্তি ব্যবহারে সরকারের আগ্রহ রয়েছে বলে তিনি জানান।

এপেক্স ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মঞ্জুর বলেন, চামড়া শিল্পে পানি শোধনাগার ব্যবহারে আমাদের অদক্ষতার কারণে গ্লোবাল সাপ্লাই চেনে পণ্য রফতানিতে আমরা অসুবিধার সম্মুখিন হচ্ছি।

পিকার্ড ও ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, কপ২৬ সম্মেলনে পানির ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। এরপর পানি নিয়ে আমাদের অনেক বেশি ভাবতে হবে, কৌশলগতভাবে এগোতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও বক্তব্য রাখেন।

/এফএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা