X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘তরুণরা দায়িত্বশীল হলেই দেশ উন্নত-সমৃদ্ধ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ০০:১০আপডেট : ১৯ মার্চ ২০২২, ০০:১০

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের দায়িত্বশীল কার্যক্রমই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্রুত কাজ করবে। তরুণদের জন্য কাজের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। শুধু চাকরির পেছনে না ছুটে কীভাবে অন্যকে চাকরি দেওয়া যায় তা নিয়ে ভাবার সময় এসেছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল গবেষণার জন্য অর্থ প্রদান করছে। আইসিটি বিভাগও স্টার্টআপ প্রকল্পে অর্থায়ন করছে। এ সুযোগ নিয়ে সহজেই তরুণ-তরুণীরা উদ্যোক্তা হতে পারে।

শুক্রবার (১৮ মার্চ) কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত শিক্ষায় আরও মনোনিবেশ প্রয়োজন। ডিজাইন থিংকিং বা স্ট্রাকচার্ড থিংকিং, ব্যবসায়িক যোগাযোগ, কৌশলগত গবেষণা,  ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং স্কেলআপ— আগামী প্রজম্মকে যোগ্য করে গড়ে তুলবে। আমাদের যুবশক্তি তত্ত্বের দিকে যতটা মনোনিবেশ করে, অনুশীলনে ততটা করে না। বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখতে হবে।

‘তরুণরা দায়িত্বশীল হলেই দেশ উন্নত-সমৃদ্ধ হবে’

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ, রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার। ২০২০ সালে বৈদেশিক বিনিয়োগ ২৬০ কোটি ডলার, বাণিজ্য উন্মুক্তায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ, ৮ম বৃহত্তম রেমিট্যান্স অর্জনকারী দেশ, নারীপুরুষের কাজের সমতা আছে, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আউটসোর্সিং দেশ— ইত্যাদি কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৫০ সাল নাগাদ আমরা বিশ্বের ২৩তম বৃহত্তম অর্থনীতি হবো। 

ডন সামডানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির প্রধান অনুপ্রেরণামূলক কর্মকর্তা গোলাম সামদানি ডনের পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি, মিডিয়া এবং করপোরেট সেক্টরের প্রথিতযশা ব্যক্তিরা বক্তব্য রাখেন। কর্মজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, সেবাগ্রহীতারা এই ইভেন্টে উপস্থিত ছিলেন।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
‘বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত-নেপালকে প্রস্তাব পাঠানো হয়েছে’
‘বাংলাদেশের সব উন্নয়নকাজে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা