X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কোরবানির পরই চামড়ায় লবণ লাগানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ১৭:৫৫আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৭:৫৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য কোরবানির পর পরই লবণ যুক্ত করে তা সংরক্ষণ করতে হবে। কোরবানিদাতা ও মৌসুমি চামড়া ব্যবসায়ীদের প্রতিই মূলত এ আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৫ জুলাই) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে এসব কথা বলেন টিপু মুনশি।

মন্ত্রী বলেন, কোরবানির সাত দিন পর্যন্ত ঢাকা অভিমুখে ও আন্তঃজেলায় কোনও চামড়াবাহী যান চলবে না। লবণ যুক্ত করা হলে চামড়া নষ্ট হবে না এবং সময় নিয়েই উপযুক্ত মূল্যে চামড়া বিক্রি করা সম্ভব হবে।

চামড়ায় লবণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে মসজিদগুলোতে এ বিষয়ে সচেতন করার আহ্বানও জানান মন্ত্রী। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় নিশ্চিত করতে হবে বলেও জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এতিমখানা, মাদ্রাসা, আনজুমান মফিদুল ইসলামের মতো সংস্থাগুলোই বেশিরভাগ চামড়া সংগ্রহ করে থাকে। চামড়া ক্রয় নিশ্চিত করতে ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণও মঞ্জুর করেছে। দেশে প্রয়োজনীয় লবণের মজুতও রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চামড়া রফতানি বেড়েছে, আরও বাড়বে। সরকার দেশের প্রয়োজনের অতিরিক্ত ওয়েট ব্লু চামড়া কেস টু কেস ভিত্তিতে রফতানির অনুমতি দিচ্ছে।

এতদিন কোরবানির নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় লবণ যুক্ত না করার কারণে অনেক সময় চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা থাকতো এবং বিক্রেতা কম দামে চামড়া বিক্রি করতেন।

সরকার এবার লবণ যুক্ত করা ও সংরক্ষণ নিয়ে জনসাধারণকে সচেতন করতে বিজ্ঞাপন, লিফলেট বিতরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

বাণিজ্য  মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সভায় বক্তব্য রাখেন। ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আকতার হোসেন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ মাহিন, হাইড এন্ড স্কিন অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান। 

/এসআই/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ