X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ১৫:০৯আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৫:১৩

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে গত কার্যদিবসের চেয়ে আজ উভয় পুঁজিবাজারে লেনদেন সামান্য কমেছে।

উভয় পুঁজিবাজারে এদিন মোট লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৪৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৩৩ কোটি ৮৭ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩০৬ কোটি ২৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩১০ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ৪ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ২৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ৬ দশমিক ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭০৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লংকা-বাংলা ফিন্যান্স, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, সিএমসি কামাল, সামিট পাওয়ার, ওরিয়ন ফার্মা, কাশেম ড্রাইসেল, বেক্সফার্মা, আমান ফিড এবং ইফাদ অটো।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ২২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৭০ লাখ টাকার বেশি।
মঙ্গলবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩০ দশমিক ৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩১০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২১ দশমিক ০৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৪০১ পয়েন্টে,সিএএসপিআই সূচক ৪৮ দশমিক ৬৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৭২১ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ২ পয়েন্টেই অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লংকা-বাংলা ফিন্যান্স, প্রিমিয়ার সিমেন্ট, আইটিসি, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, কাশেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড এয়ার এবং সামিট পাওয়ার কোম্পানির শেয়ার দর।
/এসএনএইচ

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…