X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ০১:১৫আপডেট : ৩১ মার্চ ২০১৬, ০১:১৮

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নিবন্ধিত কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় (নন-লিস্টেড) এমন তহবিলে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সাকুর্লার জারি করা হয়েছে। ফলে এখন থেকে অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, স্পেশাল পারপাস ভেহিকল বা সমজাতীয় এক বা একাধিক তহবিলে আর্থিক প্রতিষ্ঠান স্বীয় পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে না।
দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক নিবন্ধিত বিশেষ উদ্দেশ্যে গঠিত এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এরূপ তহবিলে আর্থিক প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ তার পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের অধিক হবে না। তবে একক তহবিলে আর্থিক প্রতিষ্ঠানের স্বীয় পরিশোধিত মূলধনের ১০ শতাংশ অথবা প্রস্তাবিত তহবিলের মাধ্যমে সংগৃহীতব্য অর্থের ২০ শতাংশের মধ্যে যেটি তার অধিক বিনিয়োগ করতে পারবে না।
সার্কুলারে বলা হয়েছে,এমন তহবিলে বিনিয়োগের সিদ্ধান্ত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। তবে বিনিয়োগের কমিটমেন্ট প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণের জন্য আবেদন করতে হবে।আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট তহবিলের যাবতীয় তথ্য এবং বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানের মূলধন, তারল্য, সম্পদ ও দায়ের গুণগত মান ও পরিমাণের সর্বশেষ তথ্য জমা দিতে হবে।
এতে আরও বলা হয়েছে,এমন তহবিলে বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার, ডিবেঞ্চার, বন্ড বা অন্য কোনও ইনস্ট্রুমেন্ট বা বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে না।

/জিএম/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান