X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
সময় বাড়লো ৭ এপ্রিল পর্যন্ত

ল্যাপটপ ১ হাজার ২০০, জমা পড়েছে মাত্র ৫০২ টি

গোলাম মওলা
৩১ মার্চ ২০১৬, ২০:৩০আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:১৬

ল্যাপটপ ১ হাজার ২০০, জমা পড়েছে মাত্র ৫০২ টি বুধবারের মধ্যে সব ল্যাপটপ জমা দেওয়ার জন্য নির্দেশ থাকলেও নির্ধারিত সময়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সব ল্যাপটপ জমা দিতে পারেননি। ১ হাজার ২০০ ল্যাপটপের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জমা হয়েছে ৫০২টি।  নির্দেশ মতো ল্যাপটপ জমা না পড়ার কারণ হিসেবে বলা হচ্ছে,  একইসঙ্গে এতগুলো ল্যাপটপ পরীক্ষা করা ফরেনসিক টিমের জন্য কষ্টকর। এছাড়া, রাজশাহী, চট্টগ্রামসহ ঢাকার বাইরে কর্মরত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য অল্প সময়ের নোটিশে ল্যাপটপ জমা দেওয়াও সম্ভব নয়।  এসব কারণে ল্যাপটপ জমা দেওয়ার সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৭ এপ্রিলের মধ্যে কর্মকর্তাদের ব্যবহৃত সব ল্যাপটপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে সব ল্যাপটপ জমা না হওয়াকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গঠিত ফরেনসিক তদন্ত টিম। তারা বলছেন, একসঙ্গে ১ হাজার ২০০ ল্যাপটপ পরীক্ষা করা তাদের জন্য কষ্টকর। এছাড়া, রাজশাহী, চট্টগ্রামসহ ঢাকার বাইরে কর্মরত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য অল্প সময়ের নোটিশে ল্যাপটপ জমা দেওয়াও কষ্টকর ছিল। সব ল্যাপট একসঙ্গে হাতছাড়া হলে কেন্দ্রীয় ব্যাংকের কাজেও কিছুটা সমস্যা  হতে পারত। এ সব বিবেচনায় ৭ এপ্রিল পর্যন্ত ল্যাপটপ জমা দেওয়ার সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ৭ এপ্রিল পর্যন্ত ল্যাপটপ জমা দেওয়ার জন্য সময় বাড়িয়েছি। সময় বাড়ানোর কারণ হলো—ধীরে-ধীরে ল্যাপটপ জমা হবে, পরীক্ষাও হবে ধীরে-ধীরে। এতে কাজের কোনও সমস্যা হবে না। আবার পরীক্ষা করার ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।  বৃহস্পতিবার ৫০২টি ল্যাপটপ জমা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে সব ল্যাপটপ জমা দেওয়ার জন্য সোমবার বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়। আদেশে গত বুধবারের মধ্যে সব কর্মকর্তার ল্যাপটপ বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বা আইটি অপারেশন ও কমিউনিকেশন বিভাগে জমা দেওয়ার জন্য বলা হয়। ওই আদেশে বলা হয়, চলমান তদন্তের স্বার্থে ব্যাংকের সব কর্মকর্তার ল্যাপটপ সংগ্রহ করে ‘সিকিউরিটি এজেন্ট’ স্থাপন বা ইনস্টল করে নেটওয়ার্কে চলমান রাখা প্রয়োজন।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ব্যবহৃত ৪ হাজার ২০০ কম্পিউটার ফরেনসিক তদন্ত টিমের সন্দেহের তালিকায় রয়েছে। এর মধ্যে সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবুল কাসেম ও নাজনীন সুলতানার ব্যবহৃত কম্পিউটারও রয়েছে। শুধু তাই নয়, বর্তমান ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের ৪ হাজার ২০০ কর্মকর্তার কম্পিউটার সন্দেহের তালিকায় রেখেছে ফরেনসিক তদন্ত টিম। এর মধ্যে প্রায় ৩ হাজার ডেস্কটপ  এবং ১ হাজার ২০০ ল্যাপটপ।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ কর্মসূচি ও কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে ১ হাজার ২০০ কর্মকর্তাকে দাফতরিক কাজের জন্য ল্যাপটপ দেওয়া হয়।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সব কম্পিউটারে ‘ফায়ার আইয়ের’ বিশেষ একটি প্রোগ্রাম বসানো হয়েছে। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই ফরেনসিক তদন্তের কাজটি করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফায়ার আই ও ওয়ার্ল্ড ইনফোমেটিক্স। এর মধ্যে ওয়ার্ল্ড ইনফোমেটিক্সের মালিকানায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাইবার উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানা। এর আগে রাকেশ আস্তানার পরামর্শেই বাংলাদেশ ব্যাংকের সব কম্পিউটারে ফায়ার আইয়ের সরবরাহ করা একটি ‘প্রোগ্রাম’ বসানো হয়েছিল।

/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের