X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

ডলার ফেরত আনার আইনি প্রক্রিয়া দেখবেন অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৩:১৬আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৩:৩০

বাংলাদেশ ব্যাংক

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ কোন আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যায়, তা নির্ধারণের কাজ করবেন অ্যাটর্নি জেনারেল। তাকে এ বিষয়ে সাহায্য করবে বাংলাদেশ ব্যাংক।
চুরি যাওয়া ডলার উদ্ধারের সরকার গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের প্রধান অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান এই তথ্য জানান। বৃহস্পতিবার (২১ এপ্রিল) টাস্কফোর্সের প্রথম বৈঠকের পর সচিব এই তথ্য জানান। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক হয়। 
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের একজন করে প্রতিনিধিকে সদস্য করে এই টাস্কফোর্স গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’-এর মহাব্যবস্থাপক টাস্কফোর্সের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন- বাংলাদেশকে রিজার্ভ চুরির অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু

মো. ইউনুসুর রহমান বলেন, ফিলিপাইন থেকে অর্থ ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ায় কাজ করতে হবে। কীভাবে সেই অর্থ ফিরিয়ে আনা যায়, তা নির্ধারণ করবেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ ব্যাংক। টাস্কফোর্সের আগামী সভায় এ বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন।
তবে টাস্কফোর্সের আগামী বৈঠকের তারিখ এখনও নির্ধারণ হয়নি।
উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম থেকে অর্থ স্থানান্তরের সংকেতলিপি (সুইফট কোড) হ্যাক করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ১০ কোটি ডলার ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার আটকে দেওয়া সম্ভব হয়। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের বেশিরভাগই কয়েকটি ক্যাসিনোতে চলে যায়।

আরও পড়ুন- সাইবার ক্রাইম আতঙ্কে ক্ষমতাসীনরা

/এসআই/এফএস/এপিএইচ/

 



সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া