X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সংকট নেই, বিদ্যুৎ-জ্বালানির বিশেষ আইন লাগবে কেন?

সঞ্চিতা সীতু
০৮ আগস্ট ২০২১, ১৩:০০আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৩:০০

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে চায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদনের পর সংসদে পাঠানো হবে। তবে সংকট কাটিয়ে ওঠার পরও কেন মেয়াদ বাড়ানো হবে তা নিয়ে সমালোচনা রয়েছে।

২০০৯ সালে দেশে বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকটের মধ্যে সরকার দ্রুত সরবরাহ বৃদ্ধির আইন করে। মূলত এই আইনের অধীনে দরপত্র প্রক্রিয়াকে এড়িয়ে সরাসারি দরকষাকষির (নেগোসিয়েশন) মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়। এতে প্রকল্প বাস্তবায়নে গতি আসলেও প্রশ্ন থেকে যায় স্বচ্ছতা নিয়ে।

পাবলিক প্রকিউরমেন্ট (সরকারি ক্রয় আইন) আইন ২০০৬-এর ২৪ নম্বর আইন অনুযায়ী সরকারি ক্রয় হবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে। অন্যদিকে দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে প্রচলিত ক্রয় নীতিমালার বাইরে গিয়ে এ খাতকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।

সংকটময় মুহূর্তে বিশেষ আইনের প্রয়োজন থাকলেও এখন দেশে বিদ্যুতের সংকট নেই। সরকারের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে দেশের এক তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র সারা বছর বসে থাকে। এরপরও আইনের মেয়াদ বাড়ানোর প্রশ্ন আসছে কেন তা জানতে চেয়েছেন অনেকে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, ‘বিশেষ আইন করা হয়েছে বিশেষ শ্রেণিকে সুবিধা দিতে। আইনের মেয়াদ বাড়ানো হচ্ছে তাদের জন্যই। সংকটের কথা বলে আইন করা হলেও কখনোই এই আইনের প্রয়োজন ছিল না। এর মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠীকে কাজ দেওয়া হচ্ছে যোগ্যতা না থাকা সত্ত্বেও। পরে যার ফল ভোগ করতে হবে পুরো জাতিকে।’

এদিকে জ্বালানি সচিব আনিছুর রহমান বলেন, ‘বিদ্যুৎ সংকট হয়তো আগের মতো নেই। কিন্তু দেশে এখন প্রচুর এলাকায় অর্থনৈতিক জোন হচ্ছে। এসব জোনে বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে। প্রয়োজন হবে গ্যাসেরও। গ্যাসের উৎপাদন ও সঞ্চালনের যন্ত্রপাতি বিশেষ করে কমপ্রেসর বসাতে প্রায় তিন বছর লেগে যায়। এ ছাড়া করোনার কারণে প্রচুর প্রকল্পের মেয়াদ আমরা বাধ্য হয়ে এক বছর করে বাড়িয়েছি। আইনের মেয়াদ শেষ হলে এগুলোর কী হবে?’

তিনি আরও বলেন, ‘অনেক সময় ওপেন টেন্ডার দিয়ে ভালো কোম্পানি পাওয়া যায় না। পেলেও ভাল প্রযুক্তি পাওয়া যায় না। এসব বিবেচনা করে বিশেষ আইনেই কাজ করতে চাই আমরা। মূলত তিন বছর মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছি।’

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল