X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গ্যাসের আগেই বিদ্যুতের দাম বাড়ানোর আবদার পিডিবির

সঞ্চিতা সীতু
১৭ জানুয়ারি ২০২২, ১০:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৩৪

গ্যাসের দাম বাড়ার আগেই বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে পিডিবি। পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম এবং তাদের মার্জিন বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু করে সপ্তাহখানেক আগে। তখনই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে দেওয়া চিঠিতে পিডিবি বলেছে, গ্যাসের দাম বাড়ানো হলে বিদ্যুতের পাইকারি দামও বাড়াতে হবে।

রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেন।

কমিশন সূত্র বলছে, পিডিবি তাদের চিঠিতে জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনে এখন তাদের লোকসান হচ্ছে। এর মধ্যে গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে।

পিডিবি পাইকারি দামে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিদ্যুৎ বিক্রি করে। বিতরণ কোম্পানি সেটা খুচরা দামে গ্রাহকের কাছে বিক্রি করে।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের দাম বাড়ানোর আগেই পিডিবির এই উদ্যোগ নেওয়া ঠিক হয়নি। কারণ সরকার কী পরিমাণ ভর্তুকি দেবে তার ওপর নির্ভর করেই গ্যাসের দাম বাড়ানো হবে।

জানতে চাইলে কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন, আমরা পিডিবিকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেছি। সেক্ষেত্রে গ্যাসের দাম কত ভাগ বাড়লে বিদ্যুতের দাম কত বাড়াতে হবে তা জানতে চাওয়া হয়েছে।

এলএনজির উচ্চ দরের কারণে চলতি অর্থবছরে সরকারকে গ্যাস,  বিদ্যুৎ ও সার বাবদ ৭০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানা গেছে। এজন্য পেট্রোবাংলা এবং বিতরণ কোম্পানিগুলোকে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিতে বলেছে জ্বালানি বিভাগ।

গেলো সপ্তাহেই পেট্রোবাংলা এবং চার বিতরণ কোম্পানি কমিশনে দাম বাড়ানোর প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবগুলো বিধিসম্মত না হওয়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত ছকে প্রস্তাব দিতে বলে। চলতি সপ্তাহের যেকোনও দিন প্রস্তাব নিয়ে আবার কমিশনে হাজির হবে পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানিগুলো।

এর আগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম বাড়ানো হয়। সে সময় পাইকারি বিদ্যুতের দাম ৪ টাকা ৭৭ পয়সা থেকে ইউনিট-প্রতি ৮ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৫ টাকা ১৭ পয়সা করা হয়। একই সময়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৬ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৭ টাকা ১৩ পয়সা।

/এফএ/
সম্পর্কিত
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ
বিদ্যুতে স্বস্তি দেওয়ার চেষ্টা, লোডশেডিং নেমেছে শূন্যে
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না