X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গ্যাস সরবরাহ বন্ধ রেখেই কামরাঙ্গীরচরে অভিযান চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৮:৪৬আপডেট : ৩০ মে ২০২২, ১৯:১০

২১ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ আছে কামরাঙ্গীরচরে। সরবরাহ বন্ধ রেখেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। ২৩ তারিখ থেকে চলা এই অভিযানে এখন পর্যন্ত ১৮টি অবৈধ শিল্প সংযোগ ও পাঁচশ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা করা হয়েছে। সোমবার (৩০ মে) ওই এলাকায় অভিযান করে একটি অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়।

এদিকে এলাকার বৈধ সংযোগ নেওয়া গ্রাহকদের অভিযোগ, অবৈধ সংযোগকারীদের সঙ্গে তাদেরও গ্যাস সংযোগ বন্ধ করা হয়েছে। কবে নাগাদ এই গ্যাস পাওয়া যাবে তাও কেউ জানে না। তিতাসও নিশ্চিত করে তা বলতে পারছে না।

প্রসঙ্গত, বৈধ সংযোগের চেয়ে ৫গুণ অবৈধ সংযোগ ও বৈধ গ্রাহকদের কাছে ৬৬ কোটি টাকা বকেয়ার অভিযোগে গত ১০ মে কামরাঙ্গীরচরের সকল গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেয় তিতাস। তিতাসের পক্ষ থেকে বলা হচ্ছে, কামরাঙ্গীরচর এলাকায় প্রায় এক লাখ অবৈধ গ্যাস ব্যবহারকারী ও প্রায় ৯ হাজার বৈধ গ্রাহকের বকেয়া বিলের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

আবাসিক, শিল্প ও বাণিজ্যিক মিলিয়ে কামরাঙ্গীরচরে তিতাসের বৈধ গ্রাহক ১২ হাজারের মতো।

গ্যাস বন্ধ করার পর গত ২৩ মে থেকে কামরাঙ্গীরচরে প্রায় এক লাখ অবৈধ সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করছে তিতাস। সেই ধারাবাহিকতায় সোমবার ওই এলাকায় অবৈধ একটি বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে বেশকিছু বাসার অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করে।

তিতাসের জিএম শামসুদ্দিন আল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ১ জুন পর্যন্ত অভিযান চলবে। এখন পর্যন্ত অর্ধেকেরও কম বকেয়া আদায় হয়েছে। কবে নাগাদ এই এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এবং বকেয়া আদায় করতে কতদিন লাগতে পারে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বেশিরভাগ সংযোগ বিচ্ছিন্ন এবং বকেয়া অর্ধেকের বেশি আদায় হলে সংযোগ দেওয়া হতে পারে।

তিনি বলেন, আজকে ৭-৮টা অবৈধ বিতরণ লাইন কাটা হয়েছে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে অভিযানও চলেছে। আবার কেউ কেউ অভিযানে কথা শুনে নিজেরাই লাইন খুলে ফেলেছে। আর অবৈধ সংযোগ দেবে না বলে মৌখিকভাবে জানিয়েছে। তাদের আমরা জরিমানা করিনি, তবে নজরদারিতে রাখা হবে।

এদিকে আজ সকাল থেকে মাটি খুঁড়ে বড় অবৈধ বিতরণ পাইপলাইন পাওয়া যায়। স্থানীয়  প্রভাবশালীরা এই গ্যাস নিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী  বলছেন, গুটি কয়েক লোকের অবৈধ সংযোগের কারণে পুরা এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। যারা নিরপরাধ তাদেরও এখন শাস্তি পেতে হচ্ছে।

 এলাকাবাসীর দাবি, এই এলাকায় রাত ১২ টায় গ্যাস আসতো আবার ভোর ছয়টায় চলে যেতো। যে কারণে অনেকেই বিকল্প ব্যবস্থা করেই চলতো। যারা বকেয়া দেননি তাদের অনেকের বক্তব্য, আমরা তো গ্যাসই পাই নি, বিল দেবো কেন? অন্যদিকে যাদের বকেয়া নেই তারা বলছেন, আমরা কেন অন্যের বকেয়া বিলের ভোগান্তি পোহাবো।

তিতাসের উপ মহাব্যবস্থাপক নজীবুল হক জানান, তিতাসের এই ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ১৮টি শিল্প সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাসাবাড়ির প্রায় পাঁচশ’ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া