X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তেলের জন্য পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

ঢাবি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ১৮:৪৬আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ২১:৪৫

ঢাকাসহ সারা দেশে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকেই চলছে লোডশেডিং। পাঁচ-ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি। তাই জেনারেটরের তেলের জন্য সিরিয়াল পড়েছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোয়।

সরেজমিন দেখা যায়, নীলক্ষেতের পেট্রোল পাম্পগুলোয় তেল নিতে ড্রাম, কনটেইনার নিয়ে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বাসাবাড়ির মালিক ও কেয়ারটেকাররা, ব্যাংক, হাসপাতালের কর্মচারীরা।

ধানমন্ডি ৪ নম্বরের একটি পাম্পে তেল নিতে আসেন মো. তাহের উদ্দিন। তিনি জানান, বাসার জেনারেটর জন্য তেল নিতে এসেছেন। বলেন, ‘আসতে পথে যত পেট্রোল পাম্প দেখেছি, সব জায়গায় এর চেয়েও লম্বা সিরিয়াল। এখানেও দাঁড়িয়ে আছি আধাঘণ্টা ধরে। তেল পেতে হয়তো আরও আধাঘণ্টা লাগবে।’

তেলের জন্য পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

ধানমন্ডি ৬ নম্বর থেকে আসা বাসার কেয়ারটেকার মাসুম বলেন, ‘বাড়ির জেনারেটরের জন্য ডিজেল নিতে এসেছি। আমাদের বাসার সামনের পাম্প বন্ধ। ঢাকা কলেজের সামনের পাম্পে এর চেয়ে তিনগুণ লম্বা সিরিয়াল। তাই এখানে এসেছি।’

এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও হাসপাতালের জেনারেটরের জন্য তেল নিতে সিরিয়ালে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা। তবে চাহিদা বাড়লেও এখন পর্যন্ত পেট্রোল পাম্পগুলো অতিরিক্ত কোনও দাম চায়নি বলে জানান ক্রেতারা।

এর আগে একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এতে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার অধিকাংশ এলাকা একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়ে। এসব এলাকার বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করতে কাজ করছে সংস্থাগুলো।

তেলের জন্য পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৪ মিনিটে একটি গ্রিড লাইনে সমস্যার কারণে এই অঞ্চলে ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তবে কিছু বিদ্যুৎকেন্দ্র চালুর খবর পাওয়া গেছে।

পিডিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের বলা হয়েছে সন্ধ্যা ৭টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। তবে একসঙ্গে দেশের সব কেন্দ্র চালু হবে না। ক্রমান্বয়ে দেশের সব জায়গায় সরবরাহ স্বাভাবিক করা হবে। এক্ষেত্রে আজ রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’

এদিকে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী ও উত্তরা এলাকায় বিদ্যুৎ আসার খবর পাওয়া গেছে।

কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দুপুর ২টায় বিদ্যুৎ যাওয়ার পর প্রথম ঘণ্টায় অনেকেই এটিকে লোডশেডিং মনে করেন। তবে পরের কয়েক ঘণ্টায় বুঝতে পারেন সমস্যা অন্য কিছুতে। এমনিতে ভ্যাপসা গরম, তার ওপর ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অবস্থা জটিল আকার ধারণ করেছে।

তেলের জন্য পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

পরে জাতীয় গ্রিড বিপর্যয়ের মধ্যে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের ফেসবুক পেজে দেওয়া একটি বার্তায় বলা হয়, আকস্মিকভাবে আজ দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি)-এর প্রকৌশলীরা দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড সচল করতে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যথাসম্ভব তাড়াতাড়ি বিদ্যুৎ সেবা চালু করা হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন :

আসতে শুরু করেছে বিদ্যুৎ

সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

জেনারেটর দিয়ে চলছে শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম

তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নসরুল হামিদ

রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে

জেনারেটরে চলছে হাসপাতাল

মোমবাতির আলোয় হাইকোর্টের বিচারকাজ

ধৈর্য ধরার অনুরোধ বিদ্যুৎ বিভাগের

‘সমাধানের চেষ্টা চলছে, কতক্ষণ লাগবে বলা যাচ্ছে না’

দেশের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়আবার কমলো ডিজেল ও কেরোসিনের দাম
বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সবাইকে স্বস্তি দেবে: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী