X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২০১৬: এক বিশেষ বিজয় দিবস

নাদীম কাদির
১৫ ডিসেম্বর ২০১৬, ২১:১৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ২১:২১

নাদীম কাদির ১৬ ডিসেম্বরে বিজয় দিবস উদযাপনের জন্য প্রস্তুত আমরা। প্রশ্ন হলো, এবারের বিজয় দিবস কি আগের মতোই একটি দিবস মাত্র, নাকি এবার তাতে রয়েছে ভিন্ন কিছু? এর উত্তর হলো, গত ৪৫ বছরে, বিশেষত ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে আমরা অনেক এগিয়েছি।
আমার কথা শুনে অনেকেই এমন উপসংহারে পৌঁছান যে, সরকারি পদে আসীন থাকার কারণেই আমি এমনটা বলছি। আমাকে ‘আওয়ামী সাংবাদিক’ বলেও আখ্যায়িত করা হয়। আমি তাদের চ্যালেঞ্জ জানাই।
এসব বলার পেছনে অনেক কারণ রয়েছে। আর কিছু সাফল্যের মধ্য দিয়েই আমি এবারের বিজয় দিবস উদযাপন করছি। পশ্চিমে শ্যাম্পেনের বোতল খুলেই উদযাপন করা হয়, তবে আমি বিজয় দিবস উদযাপন করব বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে। এর মধ্য দিয়ে আমি শ্রদ্ধা জানাব মুক্তিযোদ্ধা, শহীদ এবং অবশ্যই আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।
বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন বাংলাদেশ, আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভিন্নমাত্রায় বিজয় দিবস উদযাপনের এক সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ, আপা। আমিসহ বাংলাদেশে সবাই তাকে ‘আপা’ বলে সম্বোধন করে থাকেন।
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে এসে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এর ফলে বিশ্বের এক পরাশক্তি দেশের দ্রুত উত্তরণশীল অর্থনীতির সঙ্গে ১৩.৬ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক সম্পর্কে যুক্ত হয়েছে বাংলাদেশ।
ভারতকে দেখিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, তার সফরে ঢাকার সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ‘পারস্পরিক সহযোগিতামূলক অংশীদারিত্ব থেকে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে’ পরিণত হয়েছে।
এক বিশ্লেষক লিখেছেন, ‘মনে হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও চীন, উভয় পক্ষের বন্ধুত্বের ফসল ঘরে তুলতে চাইছেন।’ একজন রাষ্ট্রনায়কের কাছ থেকে এটাই স্বাভাবিক।
এর আগে আমি তার (প্রধানমন্ত্রী) কূটনৈতিক দূরদর্শিতা সম্পর্কে লিখেছি। কিন্তু যেভাবে তিনি পাকিস্তানের সমালোচনা করেছেন এবং সার্ক সম্মেলনে যোগ না দিয়ে দেশটিকে কোণঠাসা করেছেন, আজ আমি এ বিষয়টিও যুক্ত করতে চাই।
শেখ হাসিনা যখন বিমসটেক সম্মেলনে যোগ দিতে গোয়ায় পৌঁছালেন, তখন হয়তো কেউ তার অভিব্যক্তি খেয়াল করেননি – এক গর্বিত ও নিঃসংশয় নেতা, যিনি ভারত ও অন্যান্যদের সঙ্গে এক অর্থপূর্ণ আলোচনার জন্য এসেছেন।

এবার অর্থনীতির দিকে তাকানো যাক। বিশ্ব ব্যাংকের প্রধান জিম ইয়ং কিম এর আগে পদ্মা সেতুর অর্থায়নে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনিই দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ে বাংলাদেশের প্রশংসা করেছেন। বৈশ্বিক আর্থিক বিনিয়োগকারী সংস্থাটির সঙ্গে বাংলাদেশের চলমান অস্থিরতার ইতি ঘটে জিমের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। এটি মূলত বাংলাদেশেরই জয়।

সাম্প্রতিক বছরগুলোতে সাত শতাংশ প্রবৃদ্ধিসহ বাংলাদেশের অর্থনীতি আমাদের গর্বিত করেছে। আজ বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়েছে ১৮০ বিলিয়ন ডলারে, যা প্রতিনিয়ত বাড়ছে। বিশ্ব ব্যাংকের মতে, ২০২১ সালে তা বেড়ে ৩২২ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

গার্মেন্টস খাতে চলতি বছর রফতানি ২৭ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। যা ২০১৫ সালের তুলনায় ১০ শতাংশ বেশি।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেছেন, ‘শেষ কথা হলো, বাংলাদেশ হলো অর্থনৈতিক সফলতার এক গল্প, আর এ কেবল সফলতার শুরু।’

শেখ হাসিনা অনেক আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। আর আমি মনে করি, তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। কেন? ৫০ বছর ধরে চলা কলম্বিয়ার গৃহযুদ্ধ অবসানে দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের অবদানের মতোই, তিনিও পার্বত্য চট্টগ্রামে সংঘাত বন্ধ করতে শান্তিচুক্তি করেছিলেন। তিনি রাজনৈতিক সহিংসতা বন্ধ করে বাংলাদেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা এনেছিলেন।

তিনি শক্ত হাতে ‘উগ্রবাদী ইসলামি জঙ্গিবাদ’ দমন করেছেন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের দিকে তাকালে দেখবেন, তা দেশের প্রত্যন্ত অঞ্চলকেও বিশ্বের সঙ্গে যুক্ত করেছে।   

তিনি মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছেন। বীরাঙ্গনাদের ইতোমধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই তালিকা আরও বড় হতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, অভিনন্দন বাঙালি জনগণকে এবং ভিশন ২০৪১-এর সাথীদের অভিনন্দন।

উদযাপন করুন! বাংলার জয় হোক! জয় বাংলা!  

লেখক: সাংবাদিকতায় জাতিসংঘের ড্যাগ হ্যামারসোল্ড স্কলার এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার

 

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বশেষসর্বাধিক

লাইভ