X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যে কারণে বাংলাদেশকে ফলোঅন করায়নি ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯

চেতেশ্বর পূজারা ফলোঅন এড়ানোর জন্য বাংলাদেশকে করতে হতো ৪৮৭ রান। কিন্তু বাংলাদেশ ৩৮৮ রানে অলআউট হলেও আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেনি। কারণ সফরকারীদের ফলোঅন করায়নি ভারত। কী কারণে এমনটা করল স্বাগতিকরা! সেই জবাব দিলেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

মূলত বোলারদের একটা সেশন বিশ্রাম দিতেই আবার ব্যাটিংয়ে নেমেছিল ভারত। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পূজারা এমন ব্যাখ্যা দিলেন, ‘বোলাররা প্রায় ১০০ ওভার বল করেছে। আর ফিল্ডিং করে ফিল্ডাররাও ক্লান্ত ছিল। তাই তাদের একটা সেশন বিশ্রামের প্রয়োজন ছিল। বোলারদের বিশ্রাম দিতেই বাংলাদেশকে আবারও ব্যাটিং দেওয়া হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের চিন্তা ছিল স্কোরবোর্ডে আরও ১৫০ থেকে ২০০ রান যোগ করার। সেই পরিকল্পনায় আমরা বেশ ভালোভাবেই সফল।’

শেষ দিনের পরিকল্পনা নিয়ে পূজারা বলেছেন, ‘প্রথম ইনিংসে বোলাররা খুব বেশি ভালো করতে পারেনি। বাংলাদেশ বেশ কয়েকটি জুটি করতে সক্ষম হয়েছে। কাল (সোমবার) শেষ দিনে আমাদেরকে অবশ্যই তাদের চেপে ধরতে হবে। আশা করি আমাদের বোলাররা সেটা করতে পারবে। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব ওদের ৭টি উইকেট তুলে নেওয়া। যদিও উইকেট বোলারদের জন্য বেশ কঠিন। তারপর আমি আশা করছি, কয়েক সেশনের মধ্যেই ওদের অলআউট করে দেওয়া সম্ভব।’

উইকেটে তৃতীয় দিন থেকেই টার্ন করবে বলে আশা ছিল পূজারার। কিন্তু সেটা না হওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন তিনি, ‘আমি প্রত্যাশা করেছিলাম বল তৃতীয় দিন থেকেই টার্ন নেবে। কিন্তু আজকে থেকে বেশ কিছু বল ভালো টার্ন নিচ্ছিল। আশা করি কালকে এটা অব্যাহত থাকবে। উইকেটে বোলিং করার জন্য বেশ কঠিন। সেক্ষেত্রে বোলারদের অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।’

রবিবার বিশ্বসেরা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ২৫০ উইকেট অর্জন করেছেন। মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরিয়ান মুশফিকের উইকেট নিয়ে দ্রুততম আড়াইশ উইকেট তুলে নেন এই ঘূর্ণি জাদুকর। সংবাদ সম্মেলনে পূজারা তাই অশ্বিনকে অভিনন্দন জানাতে ভুলে যাননি, ‘আমি মনে করি বেশিরভাগ দলের ব্যাটসম্যানই অশ্বিনকে খেলার ব্যাপারে ভয়ে থাকে। তাকে নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে। অশ্বিন আজ দ্রুততম ২৫০ উইকেট পেয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়