X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আড্ডা আয়োজনে বিস্ট্রো ফ্যান্টাস্টিকো

লাইফস্টাইল রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৩

আড্ডা আয়োজনে বিস্ট্রো ফ্যান্টাস্টিকো খোলা আকাশের নিচে চেয়ার টেবিলের সারি অথবা মাথার ওপর কমলা বাতি, বাইরে স্পট লাইট। দিনের বেলা কাঁচের ওপারে খেলা করে রোদ্দুর। এমন মনোরম পরিবেশে বন্ধুদের সঙ্গে একটু আয়েশ করে হাত পা ছড়িয়ে আড্ডা দিতে চাইলে ঢুঁ মারতে পারেন বিস্ট্রো ফ্যান্টাস্টিকোতে।


কোলাহলমুক্ত পরিবেশে অফিস মিটিং শেষ করার পাশাপাশি প্রিয়জনকে জন্মদিন বা অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দিতে চাইলেও মহাখালির আমতলীতে অবস্থিত রেস্টুরেন্টটিতে যেতে পারেন। নিভৃতে দুদণ্ড সময় কাটানোর জন্য আকাশের নিচে বসে চা-কফি খাওয়ার আয়োজন রয়েছে এখানে। রয়েছে আলাদা স্মোকিং জোন।





বিস্ট্রো ফ্যান্টাস্টিকোর উঠোন এত গেল পরিসর আর পরিবেশের গল্প। খাওয়াটাই তো মুখ্য। খাবারে ভিন্নতা আছে। জানালেন এর অন্যতম কর্নধার খ্যাতনামা শেফ সৈয়দ তাজাম্মুল হক তারেক। তিনি বললেন- হালকা বা ভারি সব ধরনের খাবারের আয়োজন রয়েছে এখানে।
মেন্যুবুকের শুরুতেই জ্বলজ্বল করছে সালাদ। চিকেন, বিফ এবং সিফুড সালাদসহ মোট পাঁচ রকমের সালাদ পাওয়া যাবে এখানে। এরপরই স্যুপ আর অ্যাপিটাইজার। ছয় রকমের স্যুপে থিক ক্লিয়ার দুটো ধরনই থাকছে ক্রেতা চাহিদার ওপর নির্ভর করে। অ্যাপিটাইজারের মধ্যে পটেটো ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই ফিশফিঙ্গার, ক্রিসপি স্কুইড, টেম্পুরাসহ নানা মজার মজার খাবারের সমারোহ রয়েছে। আপনি অর্ডার করার পরই গরম গরম রান্না করে আপনার পাতে তুলে দেওয়া হবে।
আড্ডা আয়োজনে বিস্ট্রো ফ্যান্টাস্টিকো মেইন কোর্স অনেকটা প্ল্যাটার মেন্যু স্টাইলে- চিকেন বিফ, ফিশ, মাটন প্রতিটা পদেরই আলাদা আইটেম। সঙ্গে ভাত, নুডুলস, স্প্যাগেটি, সালাদ, সবজি কিংবা ম্যাশড পটেটো। ইচ্ছামতো কাস্টমাইজড করে খাওয়ার সুযোগও থাকছে। সাধ্যের মধ্যে স্টেক খেতে চাইলে তো কথাই নেই। রিব আই, স্যারলায়ন কিংবা টিবোন স্টেকের সঙ্গে সালাদ, স্প্যাগেটি, ম্যাশড পটেটোর বিশেষ প্যাকেজ আপনার জন্য হাজির। এত গেল নানা খাবারের কথা। বার্গার/স্যান্ডউইচ কিংবা পাস্তা/ পিৎজাপ্রেমী হয়ে থাকলে আপনি হতাশ হবেন না। ভিন্ন ভিন্ন আইটেমে থাকছে এসব খাবার।
একসঙ্গে ২২ জন বসতে পারবেন ভেতরে। বাইরে ২৫-৩০ জন বসার সুব্যবস্থা রয়েছে। ছোটখাটো পার্টিও করে ফেলা যেতে পারে এইখানে।
এখনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি রেস্তোরাঁটির, তাই ভিড় একটু কম। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানালেন এর কর্ণধার।

/এফএএন/এনএ/
সম্পর্কিত
প্রথম দিনেই জমে উঠেছে চকবাজারের ইফতার বাজার (ফটো স্টোরি)
চলছে জাতীয় মিষ্টি মেলা
হট চকলেট সম্পর্কে কিছু তথ্য
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা