X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হরতাল হয়নি, প্রতিবাদ তো হলো

শান্তনু চৌধুরী
০৮ জুলাই ২০১৯, ১৬:১৬আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৬:১৯

শান্তনু চৌধুরী গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৭ জুলাই রবিবার বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। ঢাকায় হরতালের সমর্থনে পল্টন, শাহবাগ ও আশপাশের এলাকায় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা মিছিল করে। এরপর তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে পল্টন মোড়ের সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, সরকার গ্যাসের দাম না কমালে বাম গণতান্ত্রিক জোট ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে। ঢাকার বাইরেও বিভিন্ন জেলা শহরে মিছিল, সমাবেশ বা পিকেটিং হয়েছে। এই হরতালের প্রতি নৈতিক সমর্থন ছিল বিএনপির। দেশের মানুষ সম্ভবত ভুলেই গেছে, কবে শেষবারের মতো হরতাল হয়েছে। তার চেয়েও বড় কথা, হরতাল বলতে যে চিত্রটি আমরা আগে দেখতাম বা চোখের সামনে ভেসে উঠত, সেটি উঠে গেছে। এটি হয়তো ভালো দিক। কিন্তু রবিবার (৭ জুলাই) দেশব্যাপী হরতালে ভয়াবহতার চিত্র না দেখালেও ‘হরতাল’ কথাটি মনে করিয়ে দিলো। আন্দোলনের হাতিয়ার হিসেবে যে এখনও এদেশে হরতাল কথাটি ব্যবহার হয়, সেটিই যেন মনে করিয়ে দিলো জোটটি। এ কথা ঠিক, বাম গণতান্ত্রিক জোটের শক্তি আমাদের দেশে ততোটা প্রকাশ্য নয়, একই সঙ্গে তাদের কর্মীসংখ্যাও নেহাত হাতেগোনা। আবার তাদের যেহেতু রাষ্ট্রের সম্পদ ধ্বংস করার মতো উগ্র বাসনাও নেই, সে কারণে তাদের ডাকা হরতাল শান্তিপূর্ণ হবে, সেটাই স্বাভাবিক। হয়েছেও তাই। রোজকার মতো সবাই অফিসে গেছে, যানজটও ছিল। সবকিছুই চলেছে ঠিকমতো। এমনকি টেলিভিশন বা অনলাইন সংবাদমাধ্যম না থাকলে হয়তো অনেকে জানতেই পারতেন না, হরতাল ডাকা হয়েছে। চলমান বাস্তবতায়, সেটি অস্বাভাবিক নয়। কিন্তু গ্যাসের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তাতে এটা অস্বাভাবিক, মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। তাই হরতালের প্রতি যৌক্তিকভাবে একাত্মতা থাকলেও রাস্তায় নামেনি মানুষ। ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশ ছিল প্রচুর। প্রস্তুত ছিল জলকামানও। কিন্তু মানুষের প্রকাশ্যে সাড়া মেলেনি। 

বাজেট অনুমোদনের চার ঘণ্টার মধ্যে বিইআরসি ঘোষণা দেয়, ১ জুলাই থেকে গ্যাসের দাম আরো এক দফা বাড়ানো হবে। গৃহস্থালির রান্নার কাজে দুই চুলার গ্যাসের দাম মাসে ৮০০ থেকে ৯৭৫ টাকা, আর এক চুলার ৭৫০ থেকে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার ৪৩ টাকা করা হয়। সব খাত মিলিয়ে গড়ে গ্যাসের দাম বাড়ে ৩২.০৮ শতাংশ। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭০ শতাংশ বাড়ানো হয়। এবারো গ্যাসের দাম বাড়ানোর আগে নিয়মমাফিক গণশুনানি হয়েছিল। কিন্তু গণশুনানির ফল কর্তৃপক্ষ আদৌ শুনে বলে মনে হয় না। হলে অন্তত সাধারণ মানুষের কথা চিন্তা করতো। গ্যাসের দাম বাড়ানো নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলার বাইরে গিয়ে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সুতরাং সেটাও অবৈধ, বেআইনি এবং আদালত অবমাননা। তারা সংসদকে অবমাননা মানেই জনগণকে অবমাননা। এবারও গ্যাসের দাম বৃদ্ধির শুরুতেই বিরোধিতা করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব। আমাদের দেশে বাজেটের পরপর সবকিছুর দাম বাড়তেই থাকে। বাজেটের কারণে যে জিনিসের দাম কমার কথা, সেটিরও বাড়তে থাকে। বাজেট পাস বা বাস্তবায়নের আগেই সেই যে জিনিসপত্রের দাম বাড়ে, তা কিন্তু আর কমে না। এতে করে যত দুর্ভোগ ভোগ করতে হয় সাধারণ মানুষকে। তাহলে কেন তারা প্রতিবাদ জানায় না। এর কারণ প্রতিবাদের ভাষা এখন আর হরতালে সীমাবদ্ধ নেই। বামজোট যতোই জনস্বার্থে হরতাল ডাকুক না কেন, তারা সেভাবে সাধারণ মানুষের কাছে এর উপযোগিতা পৌঁছে দিতে পারেনি। তাই সাধারণ মানুষের যে ক্ষোভ রয়েছে, সেটিকেও তারা উসকে দিতে পারেনি। কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেলো চলমান সংসদ অধিবেশনেও।
সংসদকে না জানিয়ে গ্যাসের দাম বাড়ানোর ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন সংসদ সদস্যও। বিশেষ করে ক্ষমতাসীন জোটের শরিকরা। এটি অবশ্য শুভ লক্ষণ। কৃষিমন্ত্রীও পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে বিষয়টি। জাতীয় পার্টি, বিএনপি সমালোচনা করেছে সংসদে। ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন তো ক্ষোভ জানিয়ে সংসদে বিধি মেনে যে নোটিশ দেওয়া হয়েছিল আলোচনার জন্য তা না মানায় নালিশ জানিয়েছেন স্পিকারের কাছে। এই যে জনগণের লাভটা বুঝতে না পারা, এর প্রভাব পড়বে সরকারের জনপ্রিয়তাতে। কিন্তু সেটি বোধহয় মানতে রাজি না সরকারের অনেক মন্ত্রী। হরতালের দিন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ফের হরতাল নিয়ে রঙ্গরসিকতা করলেন। হরতালে মরিচা ধরেছে এমন মন্তব্য করে তিনি জানালেন, ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব নিয়ে তারা এখন রাজনীতি করেন না। তারা রাজনীতি করেন, সঠিকভাবে, বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত বিষয় বিবেচনা করে, জনগণের স্বার্থে। সত্যি কি জনগণের স্বার্থ এখনও বড় হয়ে আছে ক্ষমতাসীনদের কাছে। চারদিকে গণমানুষ সম্পৃক্ত বিষয়গুলোতে যেভাবে তাদের অনাগ্রহ এবং একটি শ্রেণিকে সুবিধা দিতে যে আগ্রহ, তাতে বরং সংবাদ সম্মেলনে পাশে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের কথাটিই যেন সাধারণ মানুষের কাটা ঘায়ে নুনের ছিটার মতো বিঁধে। তার মতে, ‘তেল দেবেন কম, ভাজা খাবেন মচমচে, এটা হয় নাকি?’ আর কে না জানে, মচমচে তেলের ভাজা খেতে যে তেল কিনতে হয় তা কয়জন মানুষের সামর্থ্যে কুলোয়? বামজোটের হরতাল সফল বা বিফল সেটি বড় কথা নয়, অন্তত এই সময়ে সবকিছু সয়ে যাওয়ার মানসিকতার কালে কিছু মানুষ যে প্রতিবাদ জানালেন, সেটিই বড় কথা। সেটিই হয়তো পথ দেখাবে জনবিরোধী কোনও সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে।

লেখক: বার্তা সম্পাদক, সময় টেলিভিশন

/এসএএস/এমএমজে/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বশেষসর্বাধিক

লাইভ