X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিইসিকে ‘ইজ্জত’ নিয়ে চলে যেতে বললো ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

সিইসিকে ‘ইজ্জত’ নিয়ে চলে যেতে বললো ইসলামী আন্দোলন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার পদত্যাগ চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে দলটির একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি করে।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে অপেক্ষমাণ বেশ কয়েকজন সাংবাদিককে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, তারা সিইসিকে বলেছেন, ‘আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ইজ্জত নিয়ে আপনি চলে যান। তবে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যান। আপনি একটি রাজনৈতিক দল ছাড়া দেশের সব দলকে নিষিদ্ধ করে যান।’
তিনি বলেন, ‘গত জাতীয় নির্বাচনের চেয়েও এবার নির্লজ্জ ভোট হয়েছে। আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছি। এই নির্বাচন পরিচালনার ব্যাপারে আপনার দায়-দায়িত্ব আছে। আশা করবো আপনি আর এই জায়গায় থাকবেন না। যেহেতু আপনার মান-ইজ্জতের প্রশ্ন, অতএব, আপনার এই জায়গায় থাকাটা আমরা সমীচীন মনে করছি না। এই গ্লানি নিয়ে নির্বাচন কমিশনে থাকাটা মোটেও উচিত হবে না।’
সিইসির উদ্দেশে আতাউর রহমান বলেন, ‘ইভিএমে আপত্তি ছিল, এরপরও আপনারা চাপিয়ে দিয়েছেন। মানুষ ভোট দিতে এলো না। কেন এলো না? প্রথমত, ইভিএমের বিষয়ে ভোট দেওয়া তারা জানে না। শিক্ষা কম, অভিজ্ঞতা কম, তাই যায়নি। এরপর আগের রাতে আমাদের এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে।’
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘আমরা হতাশ, জনগণ হতাশ। আসলে বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে রাজনীতির দরকার নেই। আর রাজনৈতিক দলেরও প্রয়োজন নেই। একদলীয় শাসন করে দিলেই হয়। ভোট দিতে না পারলে রাজনৈতিক দলের কেন প্রয়োজন? এই কথাগুলো আপনাদের কাছে বলার জন্য এসেছি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে নির্বাচন উৎসব হলেও এবং ভোটকেন্দ্রে ভোটারদের আসতে উৎসাহিত করার ঐতিহ্য থাকলেও আজ আমাদের এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখার নির্মম অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। ভোটকেন্দ্রে আমাদের মেয়র প্রার্থীদের প্রবেশ করতে না দেওয়া, সরকারদলীয় লোকজনের আতঙ্ক ছড়ানোর মহড়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও মারধর করাসহ নানা অনিয়মে নির্বাচন আতঙ্কে রূপ নিয়েছে। অন্যদিকে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
অবশ্য পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নূরুল হুদা পদত্যাগের বিষয়টি নাকচ করে দেন।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!