X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘মিথের ঘোড়া’র পাণ্ডুলিপি থেকে পাঁচটি কবিতা

সাহিত্য ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫২

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রাজু আহমেদ মামুনের চতুর্থ কাব্যগ্রন্থ মিথের ঘোড়া। প্রকাশনা প্রতিষ্ঠান চৈতন্য বইটি প্রকাশ করেছে , প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর, দাম রাখা হয়েছে ১৩৫ টাকা।

মিথের ঘোড়া’র পাণ্ডুলিপি থেকে বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য পাঁচটি কবিতা প্রকাশ করা হলো। ‘মিথের ঘোড়া’র পাণ্ডুলিপি থেকে পাঁচটি কবিতা

চন্দ্রপ্রভা

শালগাছেদের কাছে শুনেছিলাম তোমার জন্মগল্প

 

একরাতে চন্দ্রমার প্রভা যখন বিলের জলে

শুভ্রপদ্মে জমে উঠেছিল...

পদ্ম কি তা পারে ধরে রাখতে! হঠাৎ জন্মালে তুমি

বাঙালি ভেনাস, চন্দ্রপ্রভা

 

শুধু আজ মাঝরাতে আমার জীবনশয্যায় ছড়িয়ে,

অন্ধকার খুঁজছি তোমার

 

চন্দ্রপ্রভা, তোমার তিমিরে রুয়ে যাবো জীবনের বীজ

নবজন্মের শরীর আমার কালের ভায়োলিনে

আগুন ঝরাতে ঝরাতে নিয়ে আসবে উজ্জ্বল দিন

 

এ মহিমান্বিত রাতের স্মারক সামাজিক শব্দের বাজারে

থাক পরিচয়হীন

 

চন্দ্রপ্রভা, নাও তবে অমৃত বিষের পেয়ালা।

 

সেতু

চঙ্গা মই সেতু! সেতু বুনি—সেতু;

সেতু বুনতে বুনতে মহাকাশে ভেসে চলি

অনন্তের অন্ত­—আমি তুমি, ম্যাজিক মাকড়;

বুনে চলি, বুনে চলি-এ প্রাণ! এ হলো তুমি-আমি

বুনে চলি ডাবল হেলিক্স; বুনে চলি জেনেটিক বয়ান

বুনে চলি তথ্য স্বয়ং; বুনে চলি—বুনে চলা।

 

প্রাচীন সমুদ্রে—দূরকালে এই সেতু মেলেছিল ডানা

তারপর বুনে চলা; জলে জলে, জলে স্থলে, স্থলে হাওয়ায়

স্বয়ম্ভু এই সেতু—এই প্রাণ স্বয়ং খোদা

বেড়ে যাচ্ছে—করে যাচ্ছে—সময় রচনা!

 

পিতার শরীর ছেড়ে যেমন জীবন ছুঁতে

এসিড বৃষ্টির রাতে—ফেলপিয়ন টিউব ধরে—দিয়েছিনু দৌড়

জন্মপূর্ব সব সহজাতক হারিয়ে...

 

তাইতো জীবন এক বিজয় স্মারক—

প্রাণসেতু সুমহান ডাবল হেলিক্স প্রোটিনের ভাষা।

 

অর্থশূন্য—মহাশূন্যে এই সেতু অর্থ স্বয়ং, তাই

বুনে যাই, বুনে যাক, বুনে যা—সেতুবিদ্যার প্রকাশ গাথা।

 

মোম

ও মোম, ও গলে যাচ্ছ যে মোম

আমি এক প্রাচীন শামান।

 

বাইসন-গুহা-বনপ্রান্তর থেকে

দীর্ঘ কৃষিভূমি পেরিয়ে পেরিয়ে

দেবতাদের সাথে প্রাচীন নগরে

এসেছিলাম।

 

একদিন চলে গেছে দেবতারা, তবু

মুঠোভরা সামান্য উত্তাপ নিয়ে

তোমারে খুঁজেছি বহুকাল।

 

ও মোম, ও গলে যাচ্ছ যে মোম

কী হবে এবার!

 

মিথের ঘোড়া

দৌঁড়াচ্ছে মিথের ঘোড়া

নিউরনে নিউরনে খুরের আওয়াজ

নড়ে ওঠে মৃতের হাত পা;

আজন্ম জীবন পায়নি যারা।

 

কোথায় চলেছে এসে!

মগজে আছে কম্পাস—সে মিথের ঘোড়া।

 

কোনো এক কালে এইসব ঘোড়াগুলি জন্মেছিলো

মৃত্যুর বিপরীতের অন্ধকারে;

কালের তান্ত্রিক এসবেই বানিয়েছে মৃত্যুবাণ।

 

বইছে বালুঝড় এশিয়ায় আফ্রিকায়

ঝড়ের আগায় দৌঁড়াচ্ছে মৃতের দেহ

ভেতরে মিথের ঘোড়া।

পুণ্যের নামতা মুখে, যেন—কবর থেকে এসেছে গোলাম।

 

বাহ! ঘোড়া হয়েছে সওয়ার!

    ঘোড়া হয়েছে সওয়ার!

 

ও তান্ত্রিক, ওগো বিশেষণযুক্ত পুঁজির ঈশ্বর

দেখ, মরে যাচ্ছে কত কত মৃত দেহ

মরে যাচ্ছে কত কত কাস্টমার!

 

দুয়ারে খাড়া

রক্তের মধ্যে প্রাচীন কোন পিতামহ

বৈঠা ঠ্যালে, গান ধরে—

 

‘আহা আনন্দ রচিব

  আহা আনন্দ রচিব'

 

কী রচিব পিতামহ!

শতকোটি বছরে করেছি রচনা

এই প্রাণ এই দেহ।

 

তারপর এলো মগজের দিন

 

দেহ কোষে যত না রচনা ধরে

তার চেয়ে বহুগুণ জন্মে-জমে মগজ ভেতরে।

 

সেই থিকা আমাদের দেহ অতিরিক্ত দেহ

তাহা-শব্দে শব্দে নড়ে

      বাক্যে বাক্যে ঘোরে

      গীতল হয়া উড়াল দেয়

      নব জন্মের পাড়ে।

 

এইভাবে নব নব জন্মে—

তবু তার কিছু থাকে কিছু থাকে না

চেহারা হারায় চেহারা বাড়ায়

নতুন অভিঘাতে।

 

একদিন আমরা তাহার ছায়া আঁকিলাম,

কায়া বাঁধিলাম।

সে কায়ায় কথা কয় ডেমোক্রিটাস আজও!

 

এতো বড় দেহ, এতো এতো দেহ—

কী বিরাট! হা-বিরাট!

আমাদের মরণ হইবে—কে কহে বলো!

 

তাইতো আনন্দ রচিতে কহো-আনন্দ!

 

কী প্রকারে রচিব হে পিতামহ!

যখন প্রাচীন বাথান থিকা ছাড়া

তোমাদেরই পাগলা বয়ার-কালা মোষ

শিংয়ের শাসন নিয়া দুয়ারে খাড়া!

//জেডএস//
সম্পর্কিত
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সাঙ্গ হলো প্রাণের মেলা
২৫০ শিশু লিখলো ‘আমাদের জাতির পিতা, আমাদের শ্রেষ্ঠ মিতা’
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন