আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় (৩১) এক যুবককে গলা কেটে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কাঠগড়ার পলানপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে হেলমেট উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কাঠগড়া-গাজীরচট স্থানীয় সড়কের পাশের একটি বাঁশঝাড়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভোরের দিকে কাঠগড়া-গাজীরচট সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় পলানপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর মোটরসাইকেল ছিনিয়ে নেয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’