X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনার প্রভাব: ঘরে বসে কাজ করবেন গ্রামীণফোন ও রবির কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২৩:১২আপডেট : ১৬ মার্চ ২০২০, ২৩:২৩

গ্রামীণফোন ও রবির লোগো করোনা ভাইরাসের কারণে কর্মীদের জন্য সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বেসরকারি মোবাইলফোন সেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও রবি। কর্মীদের বাসা-বাড়িতে থেকে কাজ করতে বলেছে মোবাইলফোন অপারেটর দুটি। সোমবার (১৬ মার্চ) এ নির্দেশনা জারি করেছে গ্রামীণফোন। আর রবি কিছুদিন আগে থেকেই তাদের কর্মীদের এই সুবিধা দিয়ে আসছে বলে জানিয়েছে।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবি অনেক আগে থেকেই কর্মীদের সুবিধার জন্য হোম অফিস সুবিধা দিয়ে আসছে। করোনা ভাইরাস সংক্রান্ত বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমরা কর্মীদের আরও বেশি করে এ সুবিধা নিতে উৎসাহিত করেছি। আমাদের কর্মী ও তাদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে আমরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। তবে গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে যেসব সেবা দিতে কর্মীদের শারীরিক উপস্থিতির প্রয়োজন রয়েছে, সেসব ক্ষেত্রে সব ধরনের সতর্কতা নিশ্চিত করেই আমরা সেবা দিয়ে আসছি।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান বলেন, নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কর্মজীবীদের ও ব্যবসায়িক পার্টনারদের নিরাপদ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাইডলাইন বিবেচনায় নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি আমরা।

তিনি আরও বলেন, তবে এই পদক্ষেপের কারণে আমাদের সাত কোটি ৬৫ লাখ গ্রাহকের চলমান সেবার কোনও ব্যাঘাত ঘটবে না। আমাদের কর্মজীবী যারা সরাসরি গ্রাহক সেবার সঙ্গে জড়িত নন, তাদেরকে বাসা থেকে অফিস করার জন্য উৎসাহিত করছি। একই সঙ্গে যারা সরাসরি গ্রাহক সেবা দেবেন, তাদের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে।

গ্রামীণফোনের পক্ষ থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন প্রতিষ্ঠানটির ওই কর্মকর্তা। তিনি বলেন, আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নিদের্শনার বিষয়ে সিদ্ধান্ত নেবো।

 

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!