পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করে বাড়ি ফেরা হলো না মতিয়ার রহমানের (৫৫)। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। বুধবার (৮ জুলাই) দুপুরে বোদা-দেবীগঞ্জ সড়কের বোদা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মতিয়ারের বাড়ি বোদা উপজেলার চন্দনবাড়ি ই্উনিয়নের খেড়বাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিয়ার রহমান পল্লী বিদ্যুতের বিল পরিশোধের জন্য বোদা অফিসে আসে। সেখানে বিদ্যুতের বিল পরিশোধ করে বাসায় ফিরছিলেন। পথে দেবীগঞ্জ হতে পঞ্চগড়গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ট্রাকচাপায় এক ব্যক্তি নিহতের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের লাশ হস্তান্তর করা হবে।