X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অনলাইনে শাবির নতুন সেমিস্টার শুরু ১৯ জুলাই, বিভিন্ন পদক্ষেপ প্রশাসনের

শাবি প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ২১:০৮আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:০৯
image

আগামী ১৯ জুলাই থেকে নতুন সেমিস্টারের ক্লাস অনলাইনে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি অনলাইনে ক্লাস পরিচালনা করতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৫৯ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুলাই থেকে  অনলাইনে প্রস্তুতিমূলক ক্লাস শুরু হবে। এছাড়া ঈদের পর সার্বিকভাবে অনলাইনে ক্লাস শুরু হবে। 

এছাড়া ক্যাম্পাস খুললে রিভিউ ক্লাস নেওয়া, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে ভাইভা ও প্রজেক্ট/থিসিস উপস্থাপনা নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিভাগীয় তহবিল গঠন, ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণে বিভিন্ন নেটওয়ার্ক অপারেটর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা, শিক্ষকদের শিক্ষাছুটি প্রদান ও পূর্ববর্তী প্রাপ্তদের ছুটি বর্ধিতকরণসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সভায়। 

এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সদস্য ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আশ্রাফুল করীম বলেন, ‘আগামী ১৯ জুলাই থেকে অনলাইনে নতুন সেমিস্টার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৯ জুলাই প্রস্তুতিমূলক ক্লাস শুরু হলেও ঈদের পর সম্পূর্ণভাবে ক্লাস শুরু হবে।’
এদিকে অনলাইনে ক্লাস শেষ হলেও ক্যাম্পাস খুললে রিভিউ ক্লাসের বিষয়ে ড. আশ্রাফুল করীম বলেন, ‘ক্যাম্পাস খুললে প্রয়োজন অনুযায়ী সেমিস্টারভিত্তিক ৩ সপ্তাহ বা এক মাস রিভিউ ক্লাস নেওয়ার পর ফাইনাল পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে প্রত্যেক বিভাগের প্রধানকে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।’
‘চলতি সেমিস্টার না আগের সেমিস্টারের পরীক্ষা আগে নেওয়া হবে?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে তেমন কোনও আলোচনা হয়নি। বিষয়টি প্রশ্ন আকারে উঠলে ক্যাম্পাস খুললে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

‘অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রত্যেক বিভাগে আর্থিক তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ উল্লেখ করে বিষয়ে ড. আশ্রাফুল করীম বলেন, ‘বর্তমান সংকটকালীন কথা চিন্তা করে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রত্যেক বিভাগে আর্থিক তহবিল গঠন করা হয়েছে। বিভাগীয় প্রধানের নিকট আবেদনের প্রেক্ষিতে অসচ্ছল শিক্ষার্থীদের এ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণে নেটওয়ার্ক অপারেটর কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেছেন উল্লেখ করে ড. আশ্রাফুল করীম জানান, শিক্ষার্থীদের জন্য ফ্রি বা স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা  প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।  ইতোমধ্যে নেটওয়ার্ক অপারেটর কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেছেন বলেও জানান তিনি।

/এনএ/
সম্পর্কিত
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষামন্ত্রীর ‘না’
ইবি সংশ্লিষ্টদের ফেসবুক পেজ নিবন্ধনের নির্দেশ
সর্বশেষ খবর
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের