X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৫:৩০আপডেট : ২০ জুলাই ২০২০, ১৭:৫৩

বাজেট ঘোষণা করছেন মেয়র মশক নিধন খাতে ৭০ কোটি টাকা বরাদ্দ রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২০-২১ অর্থবছরের জন্য চার হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি গত ২০১৯-২০ অর্থবছরের দুই হাজার ৬০৮ কোটি ৬০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।

সোমবার দুপুরে মিরপুরে অবস্থিত ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দ্বিতীয় করপোরেশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজেট সভার সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসির বাজেটে আয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৯৬১ কোটি ৬৫ লাখ টাকা। অন্যান্য আয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। সরকারি বিশেষ অনুদান থেকে ধরা হয়েছে ৫০ কোটি টাকা। আর সরকারি বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ধরা হয়েছে তিন হাজার ১০ কোটি ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে সংস্থার চলতি অর্থবছরের জন্য আয় ধরা হয়েছে চার হাজার ৫০৬ কোটি ৮৫ লাখ টাকা।

বাজেটে ব্যয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব ব্যয় ৬১৯ কোটি ৮৫ লাখ টাকা, অন্যান্য ব্যয় ১৩ কোটি টাকা, আর উন্নয়ন ব্যয়ের মধ্যে উন্নয়ন ব্যয় (নিজস্ব উৎস ও সরকারি অনুদান) ৬৪৯ কোটি ১৫ লাখ, উন্নয়ন ব্যয় (সরকারি বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প) তিন হাজার ১০ কোটি ৮৫ লাখ টাকা, সমাপনী স্থিতি ধরা হয়েছে ২১৩ কোটি ৯০ লাখ টাকা।

এবারের বাজেটে মশক নিধন খাতে গত বছরের চেয়ে ২০ কোটি ৭ লাখ টাকা বাড়ানো হয়েছে। এখাতে গত অর্থবছরে বরাদ্দ ছিল ৪৯ কোটি ৩০ লাখ টাকা। কিন্তু বরাদ্দ থেকেও ৮ কোটি ৭ লাখ টাকা বেশি অর্থ খরচ করেছে সংস্থাটি। সব মিলিয়ে গত অর্থবছরে মশক নিধন খাতে ৫৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

/এসএস/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া