টাঙ্গাইলের কালিহাতীতে গরু বোঝাই একটি ট্রাক খাদে পড়ে ছয়টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারটি গরুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিহাতী থানার ওসি হাসান আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, অজ্ঞাত স্থান থেকে ছেড়ে আসা একটি ট্রাক ১০টি গরু নিয়ে উপজেলার যদুরপাড়া মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সবগুলো গরুর পা বাঁধা থাকার কারণে পানিতে ডুবে ১০টি গরুর মধ্যে ছয়টি গরু মারা যায়। বাকি চারটি গরু স্থানীয়রা জীবিত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মৃত গরুগুলো সড়কে তুলে আনেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপারসহ অন্যান্যরা পালিয়ে যায়। জীবিত চারটি গরু পুলিশ থানায় নিয়ে গেছে। গরুগুলোর পা বেঁধে গাড়ির মধ্যে শুইয়ে পরিবহন করার কারণে স্থানীয়রা ধারণা করছেন এগুলো চুরি করে অন্য কোথাও নেওয়া হচ্ছিলো।’
ওসি হাসান আল মামুন বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাক ও জীবিত চারটি গরু জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এখনও গরু নিতে কেউ আসেনি।’ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।