X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শুটিংয়ে অকাল প্রয়াত লরেন মেন্ডেসের শেষ দুদিন...

সুধাময় সরকার
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭

‘ট্রল’ এর দৃশ্যে অপূর্ব ও লরেন ভালোবাসার মানুষকে মেনে না নেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেস। ৩০ আগস্ট রাজধানীর কালাচাঁদপুরের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মঘাতী হন তিনি।
অথচ তার ঠিক দুদিন আগে ২৬ ও ২৭ আগস্ট শুটিং ইউনিটে প্রাণচঞ্চল সময় পার করেছেন অভিনয়ের এই তরুণ প্রাণ। মাত্র দুই বছরের ক্যারিয়ারে মিউজিক ভিডিও, বিজ্ঞাপন আর নাটকের মাধ্যমে দ্যুতি ছড়িয়েছেন হাসি-খুশি লরেন।
লরেনের শেষ কাজ ছিল সময়ের অন্যতম টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। ‘ট্রল’ নামের এই ওয়েব ফিল্মে লরেন অভিনয় করেছেন অপূর্বর ছোট বোনের চরিত্রে।  
নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, এই ওয়েব ফিল্মটি মূলত ভাই-বোনের গল্প নিয়ে। একজন ভাই তার বোনের কাছে বাবা হয়ে ওঠার গল্প এটি। চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ভেবেই লরেনকে চূড়ান্ত করা হয়।
টানা দুদিন শুটিং করে পরিচালকের চাওয়া পূর্ণ করেই দুদিনের মাথায় আত্মঘাতী হন লরেন।
সঞ্জয় সমদ্দার বলেন, ‘২৬ ও ২৭ আগস্ট টানা দুদিন লরেন আমাদের ইউনিটে ছিল। চিত্রনাট্যের মতোই ছোট বোন হিসেবে পুরো ইউনিটে সবার আদর পেয়েছে। একবারও টের পাইনি, এমন ফুটফুটে একটা বাচ্চার মনে এতো বড় অভিমান জমে আছে! যে অভিমানের দাগ এমন গভীর হবে, ভাবিনি।’
এই নির্মাতা আরও বলেন, ‘৩০ আগস্ট সকালে যখন খবরটি পেলাম, মনে হলো আমি আমার আপন ছোটবোনকে হারিয়েছি। এবং আমার চেয়ে অপূর্ব ভাই বেশি কষ্ট পেয়েছেন। কারণ দুদিনের শুটিংয়ে তারা দুজন আপন ভাই-বোন হয়ে উঠেছিলেন। চরিত্রের প্রয়োজনে অপূর্ব ভাই লরেনের চুল আঁচড়ে দিচ্ছেন, ভাত খাইয়ে দিচ্ছেন, সবচেয়ে আদরের বোনটির জন্য জীবন বাজি রাখছেন...। এসব দৃশ্য আমাদের চোখে ভাসছে।’
২৪ আগস্ট থেকে এই ওয়েব ফিল্মের কাজ চলেছে টানা ৩১ আগস্ট পর্যন্ত। বাকি আছে আরও এক দিনের শুটিং। তবে লরেন তার অংশের কাজ করে গেছেন শতভাগ।
নির্মাতার আক্ষেপ, ‘এখন মনে হয়, লরেনের যদি আরও দুটি দৃশ্য বাকি থাকতো, হয়তো এমনটা হতো না! শুটিংটা শেষ করার জন্য হলেও সে বেঁচে থাকতো। মেয়েটা এত দ্রুত চলে যাবে বলেই হয়তো, শুটিংয়ের সময় বারবার মনে হতো, অভিনয়ের প্রতি এমন ডেডিকেশন যদি আমাদের সবার মধ্যে থাকতো।’
লরেন মেন্ডেস প্রথম আলোচনায় আসেন গত বছর মিনারের ‘নেই’ গানটিতে মডেল হয়ে। যেখানে তার পরিণতি দেখা যায় অকাল মৃত্যু। মাঝে আলোচনায় আসেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করে। অভিনয় করেছেন বেশকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। আর শেষটা করলেন ওয়েব ফিল্ম ‘ট্রল’ দিয়ে।
নেই:

একটি সূত্রে জানা গেছে, লরেনের করে যাওয়া শেষ কাজটিতেও রয়েছে অকাল মৃত্যুর ঘটনা! বোনের এই প্রস্থানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন ভাই অপূর্ব। তবে গল্পের বিষয়ে এর নির্মাতা সঞ্জয় সমদ্দার ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এখনই কিছু বলতে নারাজ। কারণ, তাতে নাকি গল্পের রেশ হারিয়ে যায়।
অপূর্ব শুধু এটুকু বলেন, ‘দেখুন গল্প তো গল্পই। সেটা প্রকাশ হলে সবাই দেখবেন। কিন্তু লরেন তো সবকিছুর ঊর্ধ্বে উঠে গেলো। খবরটি পাওয়ার পর গোটাদিন বাকরুদ্ধ ছিলাম। বারবার মনে হচ্ছিল ওর চুল যে চিরুনিটা দিয়ে আঁচড়ে দিয়েছিলাম শুটিংয়ে, সেটি এখনও আমার হাতে। আর ও বসে আছে সামনে। কী আর বলবো! যেখানেই থাকুক, বাচ্চাটা ভালো থাকুক। এটাই প্রার্থনা।’
অপূর্ব-লরেন ছাড়াও ‘ট্রল’-এর আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসনিয়া ফারিন। ৯০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মটি নির্মিত হলো লাইভ টেকের ব্যানারে। আর এটি শিগগিরই উন্মুক্ত হবে ভিডিও স্ট্রিমিং অ্যাপ সিনেম্যাটিক এবং লাইভ টেক-এর ইউটিউব চ্যানেলে। ‘ট্রল’ এর আরেকটি দৃশ্যে লরেন ও অপূর্ব

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার