রাজধানীর কলাবাগানে শ্বশুর বাড়ির ভবন থেকে পড়ে ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খানের মৃত্যুর ঘটনার পেছনের রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদুস (কাজল) এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ব্যারিস্টার আসিফ গত ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাতে ঢাকার কলাবাগানে তার শ্বশুর বাড়ির নবম তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। তার পিতা মো. শহীদুল ইসলাম খানও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও সাবেক সংসদ সদস্য। প্রাথমিকভাবে তার মৃত্যুটি আত্মহত্যাজনিত মনে হলেও পূর্বাপর ঘটনার পারিপার্শ্বিকতায় এই মৃত্যু নিয়ে নানামুখী রহস্য সৃষ্টি হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা মনে করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যারিস্টার আসিফের মৃত্যু নিয়ে সৃষ্ট রহস্য অবিলম্বে নিরসন হওয়া জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সমিতির নেতারা।