X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফাঁদ পেতে ৯ জনকে খুনের কথা স্বীকার করলো ‘টুইটার কিলার’

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২০, ২২:২১আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:৪০

সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে ৯ ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে জাপানের ‘টুইটার কিলার’ তাকাহিরো শিরাইশি। আদালতে তার আইনজীবী দাবি করেছেন, কাউকে বিনা অনুমতিতে খুন করেনি সে। মৃত্যুর আগে তার শিকার ব্যক্তিরা তাকে খুনের অনুমতি দিয়েছেন। বুধবার তাকাহিরো স্বীকার করেছে,  টুইটারে যোগাযোগ করে ৯ জনকে হত্যার কথা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ফাঁদ পেতে ৯ জনকে খুনের কথা স্বীকার করলো ‘টুইটার কিলার’

২৯ বছরের তাকাহিরো শিরাইশির আইনজীবী দাবি করেছেন, যারা টুইটারে আত্মহত্যা করার ইচ্ছা প্রকাশ করতেন, তাকাহিরো বেছে বেছে তাদেরকেই খুন করেছে। সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ লঘু করা উচিত।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, খুন করার পরে তাকাহিরো মৃতদেহগুলোকে টুকরো টুকরো করে ফেলতো। সেগুলো শীতল বাক্সে ভরে রেখে দিত।

আদালতে যখন তার বিরুদ্ধে ৯ খুনের অভিযোগ উল্লেখ করা হয় তখন সে কোনও প্রতিবাদ করেনি। উল্টো বলে, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য। আমি মোট ৯টি খুন করেছি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তাকাহিরোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও আছে।

তাকাহিরোর শিকার হয়েছে ১৫ থেকে ২৬ বছর বয়সীরা। সে টুইটারে খুঁজে দেখত, কারা আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেছে। তাদের বলতো, আমি আপনাকে মরতে সাহায্য করব। কাউকে বলত, আমিও আপনার সঙ্গে আত্মহত্যা করতে চাই।

খবরে বলা হয়েছে, অপরাধ প্রমাণিত হলে তাকাহিরোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জাপানে সাধারণত ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু তার আইনজীবী বলছেন, তাকাহিরো যেহেতু খুনের আগে অনুমতি নিয়েছিল, তাই তার ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে।  

তবে মাইনিচি শিমবুম নামে এক সংবাদপত্রের সাক্ষাৎকারে তাকাহিরো নিজে বলেছে, আমি কারও কাছে অনুমতি নিইনি। আমি যাদের খুন করেছি, তাদের প্রত্যেকের মাথার পিছন দিকে ক্ষতচিহ্ন ছিল। তারা যাতে কোনওরকম বাধা না দিতে পারে, সেজন্যই মাথার পিছন দিকে আঘাত করতাম। এতে প্রমাণিত হয়, আমি কারও অনুমতি নিয়ে খুন করিনি।

 

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
জাপানের সঙ্গে আলোচনায় আগ্রহ নেই উত্তর কোরিয়ার
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়