X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সমালোচক নাভালনির বিরুদ্ধে সিআইএ সম্পৃক্ততার অভিযোগ পুতিন প্রশাসনের

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ১৮:১৯আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৮:৩৩

রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সঙ্গে কাজ করছেন বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন। কোমা থেকে সুস্থ হয়ে ওঠার পর নাভালনি নিজের ওপর বিষ প্রয়োগের জন্য পুতিনকে দায়ী করার পর তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ প্রথমবারের মতো পুতিনের কঠোর সমালোচক নাভালনির বিরুদ্ধে সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন। তবে এই অভিযোগের পক্ষে প্রমাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন জার্মানিতে অবস্থানরত নাভালনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সমালোচক নাভালনির বিরুদ্ধে সিআইএ সম্পৃক্ততার অভিযোগ পুতিন প্রশাসনের

বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৩২ দিন চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি জার্মানির বার্লিনের চ্যারিটি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন নাভালনি। বৃহস্পতিবার (১) জার্মান ম্যাগাজিন ডের স্পিগেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, এই ঘটনায় পুতিনের হাত রয়েছে; এছাড়া আমি অন্য কোনও ব্যাখ্যা খুঁজে পাইনি।’

ওই দিনই পুতিনের বিরুদ্ধে আনা নাভালনির অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। এই অভিযোগকে অগ্রহণযোগ্য, ভিত্তিহীন এবং অপমানজনক আখ্যা দিয়ে নাভালনি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কোনও এমন নয় যে কোনও রোগী পশ্চিমা গোয়েন্দাদের সঙ্গে কাজ করছে, তিনি নিজেই পশ্চিমা গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন। সেটা বলাই আরও বেশি নির্ভুল হবে। সেই রকম তথ্যও আছে। এমনকি আমি নির্দিষ্ট করে বলতে পারি- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) বিশেষজ্ঞরা বর্তমানে তার সঙ্গে কাজ করছে।’

উল্লেখ্য, গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই নাভালনি। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। ২৩ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

ক্রেমলিন মুখপাত্রের আনা অভিযোগের জবাব দিতে গিয়ে আলেক্সাই নাভালনি নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘ প্রথমত, আমি পেসকোভের বিরুদ্ধে মামলা করছি।’ ‘আর দ্বিতীয়ত, সিআইএ বিশেষজ্ঞদের সঙ্গে আমার কাজ করার প্রমাণ এবং তথ্য প্রকাশের দাবি করছি। টেলিভিশনের প্রধান সময়ে এটি প্রকাশ করুন। আপনাকে অনুমতি দিলাম,’ লিখেছেন নাভালনি।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে নাভালনির সহযোগীদের ধারণা ছিল টমেস্ক বিমানবন্দরে গ্রহণ করা চায়ের সঙ্গে তার ওপর বিষপ্রয়োগ করা হয়। পরে তারা জানান, তার অবস্থান করা হোটেল কক্ষে খালি পানির বোতলে নার্ভ এজেন্ট শনাক্ত করা গেছে। জার্মানির পক্ষ থেকেই প্রথমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে। তার শরীরে নোভিচক নার্ভ এজেন্ট শনাক্তের পর স্বচ্ছ তদন্ত দাবি করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে পুতিন সরকার শুরু থেকেই বিষ প্রয়োগের অভিযোগ নাকচ করে আসছে।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!