X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে ফ্রেঞ্চ ওপেনে খেলেছেন জভেরেভ?

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২০, ১৬:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৬:৩৫

আলেক্সান্দার জভেরেভ। এত এত কড়া বিধি অনুসরণের বাধ্যবাধকতা রেখেও করোনা বিতর্কে পড়ে গেছে ফ্রেঞ্চ ওপেন। চতুর্থ রাউন্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খেলতে দেখা গেছে জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভকে। ইতালিয়ান টিএনজার সিন্নারের কাছে হেরে তিনি বিদায় নিলেও ওই ঘটনা কর্তৃপক্ষের কোভিড-১৯ প্রটোকলকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।

জভেরেভের লক্ষ্ণণ পুরোপুরি করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়াতেই এত ঝামেলা। চতুর্থ রাউন্ডে খেলার সময়েই জভেরেভকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। কোর্টে কাশির সঙ্গে সঙ্গে বার বার গলার দিকেও ইঙ্গিত করছিলেন। তখন বাধ্য হয়ে চিকিৎসক ও ট্রেইনারকে আসতে হয়েছিল। শেষে ওষুধও গ্রহণ করতে দেখা গেছে তাকে।  

অবশ্য ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন বলছে, তার বেলায় নিয়মগুলো ঠিকমতোই অনুসরণ করা হয়েছিল। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হয়েছিল জভেরেভের। পরের দিন তার ফলাফল নেগেটিভও এসেছিল। রবিবার ম্যাচের আগেও জভেরেভকে নিয়মিত করোনা পরীক্ষার বিষয়টি জানিয়েছিল আয়োজকরা। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের আয়োজকরা পরে জানিয়েছেন, ম্যাচের আগে জভেরেভ তাদের মেডিক্যাল টিমের সঙ্গে শারীরিক হাল নিয়ে কোনও ধরনের যোগাযোগই করেননি! তার শারীরিক তাপমাত্রাও ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতোন।

কিন্তু ফরাসি সরকারের করোনা বিধি বলছে, যদি কারো মাঝে করোনার উপসর্গ থাকে। যেমন তাপমাত্রা ৩৮ ডিগ্রির ওপরে, কাশি, গলা ব্যথার সঙ্গে মাথা ব্যথা, পেশিতে ব্যথা ও স্বাদ হারিয়ে ফেলা। এসব ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ৭ দিনের জন্য আইসোলেশনে রাখতে হবে। একই সঙ্গে করাতে হবে করোনা পরীক্ষা।        

কিন্তু এ নিয়ে লুকোচুরি করতে দেখা গেছে জভেরেভকে। ম্যাচের পর তাকে প্রশ্ন করা হয়েছিল, যে সর্বশেষ কবে তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। জার্মান তারকা অবশ্য সেই প্রশ্নের জবাব দেননি। কিন্তু অসুস্থতার কথা স্বীকার করে বলেছেন, ‘তৃতীয় রাউন্ডের ম্যাচের পর থেকেই আমি পুরোপুরি অসুস্থ। ঠিকমতো শ্বাস নিতে পারছি না। আমার কণ্ঠ শুনেই সেটা বোঝা যায়। সঙ্গে জ্বরও আছে, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস।’

তবে ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারের পর জভেরেভ বলেছেন, অসুস্থতা নিয়ে তার খেলাটা ঠিক হয়নি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া