X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হন সোহাগ মিয়া

নেত্রকোনা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ১৪:৪৯আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৯:৪৮

নেত্রকোনা মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এবং ভাগ্নিকে বখাটে যুবকের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের ভাড়াটে মোটরসাইকেলচালক সোহাগ মিয়াকে হত্যা করা হয়েছিল। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট বারহাট্টা থানাধীন চিরাম এলাকার মোটরসাইকেলচালক সোহাগ মিয়ার লাশ পাওয়া যায় স্থানীয় একটি ব্রিজের নিচে। পরে এ ঘটনায় নিহতের ভাই টিটু মিয়া বাদী হয়ে বারহাট্টা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট নিয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

এতে বলা হয়, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গাজীপুর থেকে একই এলাকার দ্বীন ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন (১৯) এবং উপজেলার ছয়হাল এলাকার আকবর মাস্টারের ছেলে ইবনে সাকিব শাকিল (২০)কে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আটক করে পুলিশ। পরে শাকিল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ সময় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত উল্লেখ করে এর সঙ্গে আরও তিন জনের জড়িত থাকার কথা স্বীকার করে শাকিল।

স্বীকারোক্তিতে শাকিল জানায়, গত ২৮ জুলাই রাতে ভিকটিম একা মাছ ধরতে এলে পেছন থেকে আসামিরা তাকে জাপটে ধরে এলোপাতাড়ি মারধর করে এবং শার্ট দিয়ে মুখ চেপে ধরে। পরে ডোবার পানিতে ডুবিয়ে রেখে মৃত্যু নিশ্চিত করে এবং লাশ কচুরিপানা ও ঝাউগাছ দিয়ে ঢেকে রাখে। পরে লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘মামলায় আরও তিন আসামি রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ‘নেত্রকোনায় সব ধরনের অপরাধের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স। ঘটনাটি একেবারেই ক্লুলেস ছিল। তারপরও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে এবং আসামিদের গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, অপরাধীরা যত কৌশলেই অপরাধ করুক না কেন, আমরা সেটা খুঁজে বের করবো এবং আইনের আওতায় আনবো। সব ধরনের অপরাধ নির্মূলে নেত্রকোনা জেলা পুলিশ বদ্ধপরিকর।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…