X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বলিভিয়ার নির্বাচনে জয় পাচ্ছেন মোরালেসের প্রার্থী

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ০৬:০৭আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১১:৪৪

বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে যাচ্ছেন মাস পার্টির সমাজতান্ত্রিক প্রার্থী লুইস আর্ক। প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে প্রায় ২০ শতাংশ ভোটে এগিয়ে আছেন  নির্বাসনে থাকা সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের দলের এই প্রার্থী। দ্বিতীয় স্থানে থাকা প্রার্থী কার্লোস মেসা পরাজয় স্বীকার করে নিয়েছেন। আর জয়ের আভাস পেয়ে  জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন লুইস আর্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লুইস আর্ক (ডান থেকে দ্বিতীয়)

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচন বাতিল হয়ে যাওয়ার পর থেকে বলিভিয়া গভীর বিভক্তিতে জর্জরিত। ২০০৬ সাল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসা ইভো মোরালেস ওই নির্বাচনেও জয়ের দাবি করেন। তবে অনিয়মের অভিযোগ তুলে তীব্র আন্দোলন গড়ে তোলেন বিরোধী নেতা কার্লোস মেসা। এক পর্যায়ে সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগ করে মেক্সিকোয় নির্বাসনে চলে যান মোরালেস।

ইভো মোরালেসের পদত্যাগের পর অন্তবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন সিনেটের জেনিন আনেজ। তিনি যৌক্তিক সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। তবে করোনাভাইরাসের মহামারির কারণে এবছর দুই বার তারিখ ঘোষণার পর ভোটগ্রহণ স্থগিত করতে হয়। অবশেষে গত রবিবার সেই ভোট গ্রহণ সম্পন্ন হয়।

ভোট গ্রহণের আগে জনমত জরিপ গুলোতে ইভো মোরালেসের দলের প্রার্থী লুইস আর্কের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো। তবে এসব জরিপে লুইস আর্ক ও কার্লোস মেসার ভোট ব্যবধান খুব সামান্য হতে পারে বলে জানানো হয়। সেকারণে অনেকেই দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোটাভুটি হবে বলে ধারণা করছিলেন।  কারণ দেশটির আইন অনুযায়ী প্রথম দফার নির্বাচনে শীর্ষ দুই প্রার্থীর ভোট ব্যবধান দশ শতাংশের কম হলে তাদের মধ্যে দ্বিতীয় দফার ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

তবে রবিবারের ভোটগ্রহণ শেষ হওয়ার পর সোমবার আগাম গণনায় দেখা গেছে লুইস আর্ক ৫২.৪ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা কার্লোস মেসা পেতে যাচ্ছেন ৩১.৫ শতাংশ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২০ শতাংশের বেশি। এই ফলাফল চূড়ান্ত হলে দুই প্রার্থীর মধ্যে নতুন নির্বাচনের প্রয়োজন পড়বে না।

প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগে লুইস আর্ক তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেসের অধীনে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।  মন্ত্রী হিসেবে তিনি বলিভিয়ার খনি, গ্যাস ও টেলিযোগাযোগ শিল্প জাতীয়করণের তদারকি করেছেন। এছাড়া আঞ্চলিক দেশগুলোর অবকাঠামো এবং সামাজিক উন্নয়ন প্রকল্পে তহবিল যোগানোর লক্ষে ব্যাংক অব দ্য সাউথ নামে একটি প্রতিষ্ঠান চালু করতেও সহায়তা দেন তিনি। মোরালেসের পদত্যাগের পর নিজেও দুই মাস বিদেশে কাটান ৫৭ বছরের লুইস আর্ক।

সোমবার লুইস আর্কের জয়ের আভাস পাওয়ার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থী কার্লোস মেসা বলেন প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান বিশাল। তিনি বলেন, ‘আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি তাদের স্বীকার করতে হবে যে এই নির্বাচনে এক জন বিজয়ী হয়ে গেছে।‘

/জেজে/বিএ/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী