X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করবে প্রেস কাউন্সিল

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ০২:২৯আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০২:২৯

অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদসহ অন্যরা হলুদ সাংবাদিকতা রোধে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বর্তমানে হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্যের কারণে প্রকৃত সাংবাদিকরা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। তাই শিগগিরই সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করবে বাংলাদেশ প্রেস কাউন্সিল।’ প্রকৃত সাংবাদিকদের সম্মান বৃদ্ধি ও হলুদ সাংবাদিকতা প্রতিরোধে এই উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ আয়োজন করে। এ সময় প্রেস কাউন্সিলের পক্ষ থেকে গণমাধ্যম, মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাসবিষয়ক বিভিন্ন বই লক্ষ্মীপুর প্রেস ক্লাবকে উপহার দেওয়া হয়।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. শাহ্ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল মালেকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, মো. কাউছার, সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলুসহ জেলায় কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী।

মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিকরা বলেন, হলুদ সাংবাদিকতা পরিহার করতে হলে প্রথমেই আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের গণমাধ্যমগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে হলুদ সাংবাদিকতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!