X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অভিযুক্ত ধর্ষককে আটক করে পুলিশে দিলো জনতা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ২০:৪৮আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২০:৪৮

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বোরহান কিশোরগঞ্জের করিমগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বোরহান (২১) নামে একজনকে আটক করেছে জনতা। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বারঘড়িয়া ইউনিয়ন থেকে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ধর্ষণের শিকার নারী ও অভিযুক্তকে থানায় নিয়ে যায়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নাহিদ হাসান সুমন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার বোরহান উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা পূর্বপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ও অভিযুক্ত বোরহান পূর্ব পরিচিত। শনিবার সন্ধ্যার দিকে করিমগঞ্জের বালিখলা নৌঘাটে দেখা হয় তাদের। এ সময় ওই নারী বোরহানকে জানান তিনি সাগুলি যাবেন। তখন বোরহানও জানায় সেও সাগুলি যাবে। এরপর দুজন একটি ছোট ট্রলারে ওঠে। কিন্তু খাকশ্রী গ্রামের মাঝি স্বপন নৌকাটি সাগুলি না নিয়ে অন্যদিকে চলে যায়। ভয় দেখিয়ে সন্ধ্যার পর নৌকাতেই ওই নারীকে বোরহান ধর্ষণ করে। রাত ৮টার দিকে ফাজিলখালি বাজারের কাছে নেমে পড়ে তারা। রাস্তায় গিয়ে বোরহান একটি ইজিবাইকে জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে ওই নারীকে। কিন্তু এ সময় তিনি চিৎকার করতে থাকলে লোকজন বোরহানকে আটক করে। রাতে বিষয়টি অভিযুক্ত ধর্ষকের পরিবারকে জানানো হলেও তারা ওই গ্রামে যায়নি। এরপর রবিবার সকালে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

জানা গেছে, ওই নারীর স্বামী মালয়েশিয়ায় থাকেন। ২০০৬ সালে তাদের বিয়ে হয়। তাদের ছয়-সাত বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ওই গৃহবধূ অনেক দিন ধরে বাবার বাড়িতেই থাকছেন।

নাহিদ হাসান সুমন জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে রবিবার একটি মামলা করেছেন। অভিযুক্ত বোরহানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সে পুলিশের কাছে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি